রিপোর্টার্স২৪ ডেস্ক : সারা দেশে শনিবারের তুলনায় রোববার (১৬ নভেম্বর) আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন হয়নি। বরং কিছু এলাকায় তাপমাত্রা সামান্য বেড়েছে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াস, যা আজ বেড়ে হয়েছে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকা ও আশপাশের এলাকার জন্য রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, সকাল ৬টায় রাজধানীতে তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।
রাজধানীর তাপমাত্রা কিছুটা বেড়ে গতকালের ১৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস থেকে আজ হয়েছে ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকা ও আশপাশের অঞ্চলে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আশা করা হচ্ছে না।
রিপোর্টার্স২৪/আরকে