রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর রায়েরবাজারে গণকবরে শায়িত জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের পরিচয় শনাক্তের জন্য আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ টিম ৫ ডিসেম্বর বাংলাদেশে আসবে। ৭ ডিসেম্বর থেকে তাদের কাজ শুরু হবে।
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রোববার (১৬ নভেম্বর) রায়েরবাজার কবরস্থানে শহীদদের কবর জিয়ারতের সময় এ তথ্য জানান।
তিনি জানান, অস্থায়ী মর্গ স্থাপন করে দেশি ও বিদেশি বিশেষজ্ঞরা শহীদদের পরিচয় শনাক্ত করবেন। সিআইডি এই প্রক্রিয়ার বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে।
উপদেষ্টা আশাবাদী, অভ্যুত্থানে শহীদ হওয়া সকলের পরিচয় শনাক্ত করা সম্ভব হবে এবং শহীদদের তালিকায় যুক্ত করা যাবে।
রিপোর্টার্স২৪/আরকে