| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁও ও সুনামগঞ্জে বিএসএফের গুলিতে প্রাণ গেল দুইজনের

  • আপডেট টাইম: 12-07-2025 ইং
  • 475778 বার পঠিত
ঠাকুরগাঁও ও সুনামগঞ্জে বিএসএফের গুলিতে প্রাণ গেল দুইজনের
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও ও সুনামগঞ্জ প্রতিনিধি | রিপোর্টার্স২৪

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবারও গুলি চালিয়ে দুই বাংলাদেশিকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে সুনামগঞ্জের দোয়ারা বাজার এবং শনিবার ভোরে ঠাকুরগাঁওয়ের হরিপুরে দুই পৃথক ঘটনায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।

❖ ঠাকুরগাঁও সীমান্তে ভোরের গুলি, পরিচয় অনিশ্চিত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপাড়া সীমান্তে ভোরে বিএসএফের গুলিতে এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা। তবে নিহত ব্যক্তি বাংলাদেশি না ভারতীয়—তা এখনো নিশ্চিত নয়।

স্থানীয়রা জানান, ভারতের উত্তর দিনাজপুর জেলার পারিয়াল বিএসএফ ক্যাম্প থেকে ছোড়া গুলিটি যুবকের কোমরের ওপরে বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার নাম রাসেল বলে জানা গেলেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি কোনো কর্তৃপক্ষ।

৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন,

“বিএসএফের গুলির ঘটনা সম্পর্কে আমরা অবগত। তবে নিহত ব্যক্তি বাংলাদেশি না ভারতীয়—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি জানতে বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে।”

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বলেন, “রাসেল নামে একজন মারা গেছেন বলে শুনেছি। বিজিবির সঙ্গে কথা হয়েছে। ফ্ল্যাগ মিটিংয়ের পর পরিচয় নিশ্চিত হওয়া যাবে।”


❖ সুনামগঞ্জ সীমান্তে গরু আনার সময় গুলিতে মৃত্যু

সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার বাগানবাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে শফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। তিনি ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে শফিকুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারা বাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোয়ারা বাজার থানার ওসি জাহিদুল হক বলেন, “প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহত ব্যক্তি গরু চোরাচালানে জড়িত ছিলেন। গুলি বুকে লেগে গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।”


❖ সীমান্তে গুলি, নিহত হচ্ছে বাংলাদেশিরাই

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনা প্রায় নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী অনুপ্রবেশ বা চোরাচালানের অভিযোগ থাকলেও জীবনহানি ঠেকাতে গুলি নয়, বিকল্প ব্যবস্থার ওপর জোর দেওয়ার কথা বলা হচ্ছে বারবার। তবে পরিস্থিতি বদলাচ্ছে না।



.

রিপোর্টাস২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪