| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে তাবরিজের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট টাইম: 19-07-2025 ইং
  • 457085 বার পঠিত
ফরিদপুরে  তাবরিজের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ছবির ক্যাপশন: ফরিদপুরে বেনজির আহমেদ তাবরিজের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেনজির আহমেদ তাবরিজের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়। কর্মসূচিতে বক্তারা দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং প্রশাসনের নীরব ভূমিকার তীব্র সমালোচনা করেন।

সমাবেশে বক্তৃতা দেন বেনজির আহমেদ তাবরিজ। তিনি বলেন, “সারাদেশে প্রশাসনের নিষ্ক্রিয়তায় জননিরাপত্তা হুমকির মুখে পড়েছে। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ও অপপ্রচার চালানো হচ্ছে, যা অনভিপ্রেত ও দুঃখজনক।”

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ভবিষ্যতে দেশনায়ক তারেক রহমান সম্পর্কে কোনো ধরনের নেতিবাচক মন্তব্য বরদাশত করা হবে না।”

তিনি আরও বলেন, অবিলম্বে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং একটি নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের গঠন জরুরি।

সমাবেশ শেষে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট থেকে আগত নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলগুলো শান্তিপূর্ণভাবে শেষ হয়।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪