| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাখি ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

  • আপডেট টাইম: 22-07-2025 ইং
  • 453598 বার পঠিত
পাখি ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু
ছবির ক্যাপশন: চুয়াডাঙ্গার জীবননগরে রাস্তা পারাপারের সময় পাখি ভ্যানের (ব্যটারিচালিত বাহন) ধাক্কায় তাকিয়া সুলতানা নামে এক ৬ বছরে শিশুর মৃত্যু হয়েছে।

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :

চুয়াডাঙ্গার জীবননগরে রাস্তা পারাপারের সময় পাখি ভ্যানের (ব্যটারিচালিত বাহন) ধাক্কায় তাকিয়া সুলতানা নামে এক ৬ বছরে শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (২১ জুলাই) বেলা ১২ টার দিকে উপজেলার কাটাপোল গ্রামে এই দূর্ঘটনা ঘটে। 

নিহত একই গ্রামের তরিকুল ইসলামের মেয়ে। সে স্থানীয় কাটাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী। 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রাইমারি স্কুল ছুটি হওয়ার পর তাকিয়া সুলতানা বাড়িতে ফিরছিলো। পথিমধ্যে কাটাপোল বাজারে পৌছালে রাস্তা পারাপারের সময় একটি পাখিভ্যানের ধাক্কায় সড়কের উপরে ছিটকে পড়ে। এতে সে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পায়।স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, কাটাপোল গ্রামে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুর সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত পূর্বক পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪