২০২৪ সালের ফেনীর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় টিএসসি থেকে তোলা ত্রাণের অর্থ নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়। সোমবার (২১ জুলাই) রাতে ফেনী সফরে এসে এ নিয়ে মুখ খুললেন বৈষম্যবিরোধী আন্দোলনের তৎকালীন সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
প্রথমে কথা বলতে না চাইলেও পরে সার্কিট হাউজের সামনে গাড়ি থেকে নেমে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।
সারজিস জানান,
“টিএসসির গণ-ত্রাণ কর্মসূচি ছিল ব্যক্তিগত উদ্যোগের অংশ। তখন যে টাকা ওঠে, তা আন্তর্জাতিক একটি নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অডিট করানো হয়। অডিট রিপোর্টসহ পুরো টাকা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ফান্ডে জমা দেওয়া হয়েছে। কারণ আমাদের পক্ষে সরাসরি বিতরণ করা সম্ভব ছিল না—লজিস্টিক ও জনবল ছিল না। ভুল ব্যবহারের আশঙ্কাও ছিল। তাই সরকারকে দিয়েছি যাতে টাকাগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত হয়।”
তিনি বলেন,
“এটা আওয়ামী লীগের মন্ত্রণালয় না, এটি অন্তর্বর্তী সরকারের, ড. ইউনূসের অধীনে পরিচালিত। যদি সরকারেরই ওপর আস্থা না রাখি, তাহলে কার ওপর রাখব?”
সারজিস আরও বলেন,
“ফেনীর মানুষকে আমি অনুরোধ করব, আপনারা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে যান। জিজ্ঞেস করুন, টিএসসিতে তোলা যে টাকা দেওয়া হয়েছে, তা থেকে ফেনীর জন্য কী খরচ করেছেন। যদি না করে থাকেন, কেন করেননি? আর যদি খরচ করে থাকেন, তার পূর্ণ বিবরণ দিন।”
তিনি জানান, এনসিপির পক্ষ থেকে ইতিমধ্যে ফেনীর কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা আগামী এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট উপদেষ্টার সঙ্গে কথা বলে বিষয়টির অগ্রগতি জানাবেন।
গণমাধ্যমকে উদ্দেশ করে সারজিস বলেন,
“মিডিয়া যেন কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের পক্ষে না যায়। পেশাদারিত্ব বজায় রাখুন। বাংলাদেশে আপনি ফেরেশতা হলেও কেউ কেউ আপনাকে শয়তান বলবে—তাদের ব্যক্তি স্বার্থ আছে বলেই।”