সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় নওগা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শাহীন বাবু তাড়াশ থানায় একটি মামলা দায়ের করেছেন।
এই মামলা নিয়ে প্রথম থেকে বির্তকের সৃষ্টি হয়েছে। মামলায় (৫৫) নম্বর আসামি করা হয়েছে মৃত রোকন ফারুকীকে (৩৫)। এই বিতর্ক কাটতে না কাটতেই এবার অভিযোগ উঠেছে ১০ শিক্ষককে আসামি করার। এই শিক্ষকগণ কোন রাজনীতির সাথে জড়িত নয়। তাদের কাছে বিভিন্ন সময় চাঁদা চেয়েছেন মামলার বাদী শাহীন বাবু। চাঁদা না দেওয়াতে তাদের বিরুম্বনায় ফেলার জন্য এই নাম দেওয়া হয়েছে।
শিক্ষকরা হলো মোঃ আসাদুজ্জামান-প্রিন্সিপাল এম মুনসুর আলী ডিগ্রি কলেজ, মোঃ মনিরুজ্জামান প্রিন্সিপাল তাড়াশ ডিগ্রি কলেজ, মোঃ আসাদুজ্জামান প্রিন্সিপাল কাউরাইল ইসহাক-তফের আলী টেকনিক্যাল কলেজ, মোঃ আব্দুস সালাম বি,এস,সি, প্রধান শিক্ষক তাড়াশ ইসলামিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, মোঃ আবু হাসেম খোকন প্রভাষক তাড়াশ ডিগ্রি কলেজ, বদিউজ্জামাল নান্নু প্রধান শিক্ষক মঙ্গল বাড়িয়া হাইস্কুল, মোঃ আইয়ূবুর রহমান প্রধান শিক্ষক কাউরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ সিরাজুল হক প্রধান শিক্ষক ধুলিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ আনিছ সহকারী শিক্ষক মাটিয়ামালিপাড়া উচ্চ বিদ্যালয় ও মোঃ জাহিদ বি,এস,সি সহকারী শিক্ষক করতকান্দী উচ্চ বিদ্যালয়।
শিক্ষকদের অভিযোগ শাহীন বাবু কে চাঁদা না দেওয়ায় তাদের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে জানতে মামলার বাদী শাহীন বাবুকে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোন ধরেন নি।
তবে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস জানিয়েছেন যদি কোন সাধারণ মানুষ হয়রানি করার জন্য মামলায় নাম দিয়ে থাকে, সেটা প্রমানিত হয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় মো শাহিন বাবু বাদী হয়ে শনিবার (১৯ জুলাই ) তাড়াশ থানায় মামলাটি করেন। মামলায় বলা হয়েছে ৪ আগস্ট দুপুর অনুমান ১২টার দিকে উপজেলার খালকুলা এলাকায় কর্মসূচিতে অংশগ্রহণের সময় শাহিন বাবু হামলার শিকার হন। মামলায় ১০৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১২০-১৫০ জনকে আসামি করা হয়।#
.
রিপোর্টার্স২৪/এস