| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাজেক-বাঘাইহাট সড়কে পাহাড় ধস, যানবাহন চলাচল বন্ধ

  • আপডেট টাইম: 24-07-2025 ইং
  • 446573 বার পঠিত
সাজেক-বাঘাইহাট সড়কে পাহাড় ধস, যানবাহন চলাচল বন্ধ
ছবির ক্যাপশন: পাহাড় ধসে বন্ধ সড়ক।

রাঙামাটি প্রতিনিধি :

ভারী বৃষ্টিপাতের কারণে বাঘাইছড়ি উপজেলার সাজেক-বাঘাইহাট সড়কের নন্দারাম এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে বৃহস্পতিবার থেকে ওই রুটের সাজেক পর্যটন কেন্দ্রে আগত পর্যটকবাহী গাড়িসহ সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানায়, বুধবার রাতে ভারী বৃষ্টিপাতের কারণে সাজেক-বাঘাইহাট সড়কের নন্দারাম এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে বৃহস্পতিবার ভোর থেকে ওই রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা সড়ক থেকে পাহাড় ধসের মাটি সরানোর চেষ্টা চালাচ্ছেন। 

ঘটনাস্থল পরিদর্শন করে সাজেকের ইউপি চেয়ারম্যান আতুলাল চাকমা জানান, বাঘাহাট-সাজেক সড়কের নন্দারাম এলাকায় ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ফলে বৃহস্পতিবার ভোর থেকে সাজেকে যাওয়ার সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন সাজেকগামী পর্যটকরা।  

তিনি আরও জানান, সড়ক থেকে মাটি সরাতে বড় এস্কেভেটরের প্রয়োজন। 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, সাজেক-বাঘাইহাট সড়কে কয়েকটি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে সেখানকার কারো সঙ্গে যোগাযোগ করতে না পারায় ওই রুটে সড়ক যোগাযোগ বন্ধ আছে কি না সঠিক জানি না।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪