মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুর মোল্লারহাট নুরানী হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে হিফজুল কুরআন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে পুরো এলাকায়।
শনিবার (২৬ জুলাই) কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের দুটি গ্রুপে ভাগ করা হয়—৫ পারা ও ১০ পারা। চূড়ান্ত পর্বে অংশ নেন প্রায় দুইশত হাফেজ। প্রতিযোগিতা শেষে বিচারকদের রায়ের ভিত্তিতে সেরা ২ জনকে স্বর্ণপদক, ৪ জনকে রৌপ্যপদক এবং ২০ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি সব অংশগ্রহণকারী শিক্ষার্থীকেই দেয়া হয় শান্তনা পুরস্কার।
অনুষ্ঠানে চারজন অভিজ্ঞ হাফেজ ও আলেম প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন। প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
এতে সভাপতিত্ব করেন পুর্ব এনায়েত নগর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নেয়ামুল আকন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ উল-আরেফিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. জামান মিয়া এবং এনায়েতনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ. আজিজ মোল্লা।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও নিয়মিতভাবে করার পরিকল্পনা রয়েছে, যাতে হিফজুল কুরআনের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ আরও বাড়ে এবং ধর্মীয় শিক্ষার প্রসার ঘটে।
.
রিপোর্টার্স২৪/এস