অভয়নগর (যশোর) প্রতিনিধি :
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর সভার ২ নং ওয়ার্ডের মশরহাটী গ্রামে জমি নিয়ে বিরোধের জের শহিদুল খা (৪৫) নামের এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে মারাত্মক আহত করেছে দুষ্কৃতকারীরা। হামলার শিকার শহিদুল মশরহাটী গ্রামের মৃত ইব্রাহিম খায়ের পুত্র।
এ বিষয়ে শহিদুলের মাতা শাহিদা বেগম বাদী হয়ে অভয়নগর থানায় অভিযোগ দায়ের করেছেন।
মামলার অভিযোগের সুত্রে জানা যায়, ২৭ জুলাই (রবিবার) আনুমানিক দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে শহিদুল ভুমি অফিস থেকে বাড়ি যাওয়ার পথে সর্দার মিল গেটের কাশেমের হোটেলের সামনে পৌছালে উপজেলার মশরহাটী গ্রামের কাদের খায়ের পুত্র মনি খা (৩০), কালাম খায়ের ২ পুত্র সাগর খা (২৩) ও সৈকত খা (২১) , খোকন শেখের পুত্র সোহান শেখ (২১) বাশের লাঠি, হকি স্টিক, লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে এক যোগে তার উপর হামলা করে। এ সময় মারাত্মক আহত শহিদুলের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, তদন্ত করে পরবর্তী ব্যাবস্থা গ্রহণ করা হবে।