| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে জুলাই পুনর্জাগরণে স্বাস্থ্যসেবা ক্যাম্প

  • আপডেট টাইম: 28-07-2025 ইং
  • 434581 বার পঠিত
চাঁদপুরে জুলাই পুনর্জাগরণে স্বাস্থ্যসেবা ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থান দিবসসমূহ পালন উপলক্ষে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালার’ অংশ হিসেবে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ আয়োজনে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম সার্বিক সহযোগিতা করে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল কর্তৃপক্ষ।

স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হান্নান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রফিকুল হাসান ফয়সাল।

স্বাস্থ্যসেবা ক্যাম্পে বিনামূল্যে কোভিড-১৯ ইনফ্লুয়েঞ্জা ভ্যাক্সিন, বিনামূল্যে রুক্তের গ্রুপ নির্নয় ও ডেঙ্গু পরীক্ষা, সাধারণ রোগীরে জন্য স্বাস্থ্য সেবা, স্বোচ্ছায় রক্তদান কর্মসূচি, চক্ষু পরীক্ষা, বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ করা হয়।

এই কার্যক্রমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪