| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রাইভেট শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় সুযোগ চেয়ে লক্ষ্মীপুরে মানববন্ধন

  • আপডেট টাইম: 28-07-2025 ইং
  • 434580 বার পঠিত
প্রাইভেট শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় সুযোগ চেয়ে লক্ষ্মীপুরে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছে লক্ষ্মীপুরের প্রাইভেট স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অবিভাবকরা। সোমবার (২৮ জুলাই) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে জেলার প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন।

মানববন্ধনে লক্ষ্মীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সবুজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি রেজাউল করিম সুমন, সদর উপজেলা সভাপতি মোহাম্মদ হানিফ, সেক্রেটারি রিয়াজুল ইসলাম, চন্দ্রগঞ্জ থানা সভাপতি মাওলানা মহিউদ্দিন, সেক্রেটারি মিজানুর রহমান, রামগঞ্জ উপজেলা সভাপতি এমরান হোসেন, রায়পুর উপজেলা সেক্রেটারি খালেদ মাহমুদ, কেয়ার এডুকেশন এর প্রধান শিক্ষক আসাদুজ্জামানসহ আরও অনেকে।

বক্তারা জানান, সরকার ১৭ জুলাই প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এ সিদ্ধান্তকে "একতরফা ও অযৌক্তিক" আখ্যা দিয়ে তারা বলেন, এটি দেশের প্রাথমিক শিক্ষায় বৈষম্য তৈরি করবে এবং শিক্ষার্থীদের মানসিকভাবে ভেঙে দেবে।

তারা আরও বলেন, বর্তমানে দেশে প্রায় ৫০ হাজার বেসরকারি কিন্ডারগার্টেন ও সমমানের প্রতিষ্ঠান রয়েছে, যেখানে প্রায় এক কোটি শিক্ষার্থী পড়াশোনা করছে। শুধু লক্ষ্মীপুর জেলাতেই রয়েছে প্রায় ৪৫০টি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান, যার মধ্যে সদর উপজেলায় ১৩৫টি। 

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন জেলার প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

রিপোর্টার্স২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪