| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৬ লক্ষ টাকা বেতন পেয়েও সঞ্চয় করতে বেগ পেতে হচ্ছে, স্ত্রীকে দায়ী করে ক্ষোভ উগরে দিলেন যুবক!

  • আপডেট টাইম: 31-08-2025 ইং
  • 329315 বার পঠিত
২৬ লক্ষ টাকা বেতন পেয়েও সঞ্চয় করতে বেগ পেতে হচ্ছে, স্ত্রীকে দায়ী করে ক্ষোভ উগরে দিলেন যুবক!
ছবির ক্যাপশন: ২৬ লক্ষ টাকা বেতন পেয়েও সঞ্চয় করতে বেগ পেতে হচ্ছে, স্ত্রীকে দায়ী করে ক্ষোভ উগরে দিলেন যুবক!

রিপোর্টার্স২৪ ডেস্ক : ভালবাসা এবং যত্নে ভরা সম্পর্কের ক্ষেত্রেও বাধা সৃষ্টি করতে পারে অর্থ। অন্তত সে কথাই প্রমাণিত হল সম্প্রতি ভাইরাল হওয়া একটি পোস্টে। পোস্টটি করেছেন গুরুগ্রামে কর্মরত সিনিয়র সফ্‌টওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে দাবি করা এক সমাজমাধ্যম ব্যবহারকারী। যুবকের দাবি, প্রচুর টাকা আয় করা সত্ত্বেও সংসারে একমাত্র উপার্জনকারী হওয়ায় সংগ্রাম করতে হচ্ছে তাকে। অর্থ সঞ্চয় হচ্ছে না তার। এমনকি, এর জন্য তার ব্যক্তিগত সম্পর্কেও প্রভাব পড়ছে।

৩৪ বছর বয়সি ওই ব্যবহারকারী জানিয়েছেন, বার্ষিক ২৬ লক্ষ টাকা আয় তার। কিন্তু মাসিক খরচ এতই বেশি যে মাত্র ১৫,০০০ টাকা সঞ্চয় করতেও হিমশিম খেতে হচ্ছে তাকে। তিনি লিখেছেন, আমি হাঁপিয়ে উঠেছি। মাত্র ১৫,০০০ টাকা হাতে থাকলে কী ভাবে ভবিষ্যতের জন্য বেশি সঞ্চয় করব?

সমাজমাধ্যম ব্যবহারকারী যুবকের দাবি, তিনি গুরুগ্রামের একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। স্ত্রী এবং কন্যার সঙ্গে ভাড়া থাকেন ৫৬ নম্বর সেক্টরে। তিনি জানিয়েছেন, মাসে মোটা টাকা আয় করলেও ঘর ভাড়া, বিল, ইএমআই, মা-বাবার জন্য খরচ, কন্যার স্কুল এবং অন্যান্য প্রয়োজন বাবদ তার প্রায় সব টাকা খরচ হয়ে যায়। ফলে খুব কম টাকা সঞ্চয় করতে পারেন। অন্য দিকে, তার স্ত্রী মাঝপথে এমবিএ ছেড়ে দিয়েছেন। বিয়ের পর থেকে কখনও চাকরির চেষ্টা করেননি। ফলে তার একার পক্ষে সংসার টানা কঠিন হয়ে পড়ছে বলেই জানিয়েছেন যুবক।

যুবক লিখেছেন, প্রথমে ভেবেছিলাম সব ঠিক আছে। স্ত্রী হয়তো বাড়ি থেকে কোনও কোর্স করবে বা ব্যবসা করবে। কিন্তু বিয়ের সাত বছরের পরেও ওর কোনও পরিকল্পনা নেই, কোনও উচ্চাকাঙ্ক্ষা নেই, এমনকি কোনও শখও নেই। ও স্ত্রী এবং মা হিসাবে ভাল হলেও একা সমস্ত কিছু টানা মানসিক এবং আর্থিক ভাবে অত্যন্ত কঠিন। এই ভাবে ভাবতে আমার খারাপ লাগে। তবে হ্যাঁ, মাঝে মাঝে আমার ইচ্ছা হয় আমি যদি এমন কাউকে বিয়ে করতাম যার উচ্চাকাঙ্ক্ষা রয়েছে।

যুবকের পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। নেটাগরিকদের একাংশ যুবকের চিন্তাভাবনাকে সমর্থন করলেও অনেকে দাবি করেছেন, যুবকের ভাবনা ভুল। স্ত্রীকে নিজের মতো ছেড়ে দেওয়া উচিত বলেও পরামর্শ দিয়েছেন তাঁরা। অনেকে আবার দাবি তুলেছেন, যুবক সংসার চালানোর ক্ষেত্রে পরিপক্ক নন। কারণ, চাইলে ওই বেতনে মোটা টাকা সঞ্চয় করা সম্ভব। সূত্র :আনন্দ বাজার


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪