| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ প্রকাশ হচ্ছে এইচএসসি খাতা পুনর্নিরীক্ষণের ফল

  • আপডেট টাইম: 16-11-2025 ইং
  • 1203 বার পঠিত
আজ প্রকাশ হচ্ছে এইচএসসি খাতা পুনর্নিরীক্ষণের ফল

রিপোর্টার্স২৪ ডেস্ক : এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের ফল আজ রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় প্রকাশ করা হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনর্নিরীক্ষণের ফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পাশাপাশি আবেদনকারীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে।

শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, এবার রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী মোট ৪ লাখ ২৮ হাজার খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন। সবচেয়ে বেশি আবেদন এসেছে ঢাকা বোর্ডে, সবচেয়ে কম বরিশাল বোর্ডে। বিষয়ভিত্তিকভাবে সবচেয়ে বেশি আবেদন হয়েছে ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে।

গত ১৬ অক্টোবর মূল ফল প্রকাশের পর ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সাত দিন পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হয়। প্রতি বিষয়ের জন্য আবেদন ফি ছিল ১৫০ টাকা।

এ বছর সারাদেশের ৯ হাজার ১৯৭টি প্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন, পাসের হার ৫৮.৮৩ শতাংশ। ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন (৪১.১৭ শতাংশ)। ছাত্রীদের পাসের হার ৬২.৯৭ শতাংশ, আর ছাত্রদের ৫৪.৬০ শতাংশ।

খাতা পুনর্নিরীক্ষণের ফল দেখতে শিক্ষার্থীরা সকাল ১০টার পর সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪