রিপোর্টার্স২৪ ডেস্ক: যশোর শিক্ষাবোর্ডের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ২১৬ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। নতুন করে ৭২ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে এবং ৫৪ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে।
রোববার (১৬ নভেম্বর) ফলাফল প্রকাশকালে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন জানান, খাতা পুনর্নিরীক্ষণে ৩৫ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করলেও মাত্র ২১৬ জনের ফল পরিবর্তন হয়েছে। পুনর্নিরীক্ষণে নতুন করে খাতা মূল্যায়ন করা হয়নি, কেবল প্রাপ্ত নম্বরের পুনর্গণনা করা হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক শিক্ষার্থীদের যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখার পরামর্শ দিয়েছেন। একই ফল অন্য শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও পাওয়া যাবে।
রিপোর্টার্স২৪/আরকে