| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজনৈতিক শিক্ষার জন্য দলীয় অফিস নয়, পাঠাগার বানান

  • আপডেট টাইম: 14-11-2025 ইং
  • 5977 বার পঠিত
রাজনৈতিক শিক্ষার জন্য দলীয় অফিস নয়, পাঠাগার বানান
ছবির ক্যাপশন: আদিল সাদ

আদিল সাদ

জুলাই সনদের সফল বাস্তবায়নে দেশে রাজনৈতিক অস্থিরতা কিছুটা কমেছে। এখন প্রয়োজন—নির্বাচন যেন সঠিক সময়ে হয় এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক মঞ্চে প্রতিযোগিতা থাকবেই, কিন্তু কাউকে আঘাত করে বা আক্রমণ করে রাজনীতি প্রতিষ্ঠা করা যায় না। রাজনীতির প্রথম শর্ত—মানুষকে ভালোবাসা। কে কোন দল করে, সেটা মুখ্য বিষয় নয়; বরং সে ভিন্নমত পোষণ করলে তার বিরুদ্ধে বৈরী আচরণ করা গণতন্ত্রের পথে বাধা।

গত ১৭ বছরে গণতন্ত্র যে অবস্থায় ছিল, বর্তমান প্রজন্ম যদি পুনরায় একই ভুল করে, তাহলে আবারও গণঅভ্যুত্থানের মতো পরিস্থিতি তৈরি হবে। আমাদের দেশের ২০ কোটি মানুষের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, এনসিপি-সহ বিভিন্ন মত ও দলের মানুষ আছে। কিন্তু বর্তমানে আমরা এমন এক অবস্থায় চলে যাচ্ছি যেখানে নিজেরা নিজেদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি—এ যুদ্ধের ফলাফল শূন্য।

আপনি আপনার দলের গুণগান করবেন—এটা আপনার অধিকার; কিন্তু অপরপক্ষ তা মানবে বা নাও মানতে পারে। তাই বলে তার প্রতি বিদ্বেষ পোষণ করা, আক্রমণ করা—এটা প্রতিশোধের রাজনীতি, গণতন্ত্র নয়। গণতন্ত্রের প্রকৃত শক্তি হলো ভিন্নমতকে সম্মান করা। গণতন্ত্র রক্ষা সবার দায়িত্ব। গণতন্ত্র বাঁচলে তবেই দেশের সার্বভৌমত্ব রক্ষা পাবে। আর যদি গণতন্ত্র ধ্বংস করা হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম গৃহযুদ্ধের মুখোমুখি হতে পারে।

আওয়ামী লীগের পতনের বড় কারণগুলোর একটি ছিল গণতন্ত্রকে দুর্বল করা—দিনের ভোট রাতে করা, বিরোধী দলের অংশগ্রহণের পথ সংকুচিত করা। মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার মতো অভিযোগের বিচার আদালত করবে—এটাই সঠিক পথ। কেউ ফেসবুকে মতামত দিলে তাকে আক্রমণ করা গণতন্ত্র নয়। তাকে মত প্রকাশের সুযোগ দিন, যুক্তি দিয়ে প্রতিবাদ করুন—এটাই গণতান্ত্রিক আচরণ।

আমাদের দেশের তরুণদের রাজনীতিতে টেনে এনে পড়াশোনা ও চিন্তাশক্তি নষ্ট করার পরিবর্তে, তাদের পড়াশোনা, বই পড়ার অভ্যাস ও উপযুক্ত রাজনৈতিক শিক্ষা নিশ্চিত করতে হবে। তরুণ ও ছাত্রদের রাজনীতি করা উচিত, কিন্তু তা হতে হবে জ্ঞানভিত্তিক ও দায়িত্বশীল। সঠিক শিক্ষা ও রাজনৈতিক চর্চার মাধ্যমে এই দেশেও ওবামা, আব্রাহাম লিংকন, নেলসন ম্যান্ডেলা, বঙ্গবন্ধু, জিয়া, ভাসানীর মতো দূরদর্শী নেতা তৈরি করা সম্ভব।

বর্তমানে অছাত্রদের হাতে ছাত্র রাজনীতির মতো পবিত্র ক্ষেত্র নষ্ট হচ্ছে। তাই নতুন করে রাজনৈতিক সংস্কৃতি গড়তে হলে পাঠাগার গড়ে তুলুন, ছাত্রদের বিশ্বনেতাদের জীবনী পড়তে উৎসাহিত করুন। রাজনীতির আবহমান ধারায় ইতিবাচক পরিবর্তন আমরা নিজেরাই শুরু করতে পারি।

লেখক : প্রকৌশলী ,চীফ লীড স্পেশালিষ্ট ইঞ্জিনিয়ার, উজবেকিস্তান



রিপোর্টার্স২৪/ এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪