| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিসিবির সভাপতি হলে যেসব পরিবর্তন আনতে চান তামিম

  • আপডেট টাইম: 31-08-2025 ইং
  • 329012 বার পঠিত
বিসিবির সভাপতি হলে যেসব পরিবর্তন আনতে চান তামিম
ছবির ক্যাপশন: তামিম ইকবাল

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তবে তার দৃষ্টি আরও দূর পর্যন্ত—যদি পর্যাপ্ত সমর্থন পান, তাহলে সভাপতি পদেও প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তামিম বলেন, দেশের ক্রিকেটে বর্তমানে একটি বিদ্বেষপূর্ণ পরিবেশ বিরাজ করছে, যেখানে মিথ্যা ও অপপ্রচারের রাজনীতি চলছে। “এখন এমন একজন মানুষ দরকার, যিনি নতুন চিন্তাধারা নিয়ে আসতে পারবেন এবং ক্রিকেটের সার্বিক উন্নয়নে নেতৃত্ব দিতে পারবেন,” মন্তব্য তামিমের।

তিনি বলেন, সবাই বলছে আধুনিক ক্রিকেট খেলতে হবে। কিন্তু শুধু খেলোয়াড়রা আধুনিক ক্রিকেট খেললেই চলবে না, যারা সিদ্ধান্ত নিচ্ছেন তাদের মানসিকতাও আধুনিক হতে হবে। পুরনো চিন্তাধারায় এগোনো যাবে না।

তামিম মনে করেন, হঠাৎ করে অনেক কিছু বদলানোর চেষ্টা করলে সেগুলো সফল হবে না। বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ও কার্যকর ভিত্তি গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য হবে।

বিসিবির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। সে অনুযায়ী আগামী ৭ অক্টোবরের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী, নির্বাচনের অন্তত ৩০ দিন আগে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করতে হবে।

তামিম বলেন, এবার এমন কাউকে নির্বাচন করতে হবে, যিনি সত্যিকার অর্থে দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে পারবেন।”

বিসিবি সভাপতি হলে তিনটি মূল বিষয়ে গুরুত্ব দিতে চান তামিম :

১. পরিকাঠামো উন্নয়ন আমাদের খেলোয়াড় ও কোচ আছে, কিন্তু তাদের জন্য যথাযথ সুযোগ-সুবিধা নেই। একই একাডেমি মাঠে অনুশীলন করতে হয় সবাইকে। বিপিএল বা ডিপিএল চলাকালে সাতটি দল একই মাঠে অনুশীলন করে। অথচ বিসিবির প্রায় ১৩০ কোটি টাকা এফডিআর আছে, কিন্তু কাউন্টির মতো পরিকাঠামো গড়ে তোলা হয়নি।

২. দীর্ঘমেয়াদি পরিকল্পনা চার বছরে সবকিছু একসঙ্গে করার চেয়ে, আমি এমন ভিত্তি তৈরি করতে চাই, যাতে আগামী ৮-১০ বছর ধরে দেশের ক্রিকেট এগিয়ে যেতে পারে।

৩. ভবিষ্যতের জন্য ভিত্তি গঠন তামিম বলেন, একটা ব্যবসা শুরু করলে যেমন কারখানা দরকার হয়, তেমনি ক্রিকেটেও সফলতার জন্য শক্ত ভিত থাকতে হবে। আমি সেই ভিত্তি গড়ে তুলতে চাই।

ক্রিকেট ক্যারিয়ার শেষে নতুন ভূমিকায় দেশের ক্রিকেটে অবদান রাখতে আগ্রহী তামিম, এবার নির্বাচনের মাধ্যমে সুযোগ পেলে শুরু করতে চান সেই যাত্রা।


রিপোর্টার্স২৪ / ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪