| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন সোহান

  • আপডেট টাইম: 15-11-2025 ইং
  • 2459 বার পঠিত
দেশের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন সোহান

রিপোর্টার্স২৪ ডেস্ক : বাংলাদেশের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন হাবিবুর রহমান সোহান। দেশের টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। রাইজিং স্টারস এশিয়া কাপে হংকং চায়নার বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি হাঁকান ‘এ’ দলের এই ওপেনার।

বাংলাদেশের হয়ে এর আগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল পারভেজ হোসেন ইমনের। তিনি ২০২০ সালে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশালের হয়ে ৪২ বলে সেঞ্চুরি করেছিলেন।

শনিবার (১৫ নভেম্বর) কাতারের দোহাতে গ্রুপ ‘এ’-র ম্যাচে হংকংয়ের বিপক্ষে ১৬৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে রীতিমতো ঝড় তোলেন হাবিবুর। তার এই বিধ্বংসী ইনিংসের সুবাদে ৫৪ বল হাতে রেখেই ৮ উইকেটের জয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ।

ইনিংসের প্রথম ওভারে তিন ছক্কা দিয়ে শুরু করেন হাবিবুর। পরের ওভারে তিন চারের সঙ্গে মারেন আরও একটি ছক্কা। পুরো ইনিংসে ছক্কা মেরেছেন ১০টি। সবকটিই পাওয়ার প্লের মধ্যে। এমন ঝড়ে পাওয়ার প্লেতে বাংলাদেশ ‘এ’ দল তুলেছে ১০৭ রান।

এই ১০৭ রানের মধ্যে পাওয়ার প্লেতে ২৫ বলে ৮৮ রান করেন হাবিবুর একাই। অন্য ওপেনার জিশান আলম তাকে সঙ্গ দিয়েছেন। তিনি পাওয়ার প্লেতে করেন মাত্র ১৬ রান। সপ্তম ওভারে আউট হওয়ার আগে জিশান করেন ১৪ বলে ২০ রান। দুই ওপেনার মিলে গড়েন ৩৯ বলে ১১১ রানের জুটি।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪