| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ রাতে মাঠে নামছে ব্রাজিল

  • আপডেট টাইম: 15-11-2025 ইং
  • 2956 বার পঠিত
আজ রাতে মাঠে নামছে ব্রাজিল

রিপোর্টার্স২৪ ডেস্ক : বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে আজ রাতে মাঠে নামছে ব্রাজিল। শনিবার (১৫ নভেম্বর) আর্সেনালের এমিরেটস স্টেডিয়াম-এ আফ্রিকার শক্তিশালী দল সেনেগাল-এর সঙ্গে মুখোমুখি হবে সেলেসাওরা। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে এই ম্যাচ।

ব্রাজিল মূলত বিশ্বকাপের আগে সেরা প্রস্তুতি নিতে আফ্রিকার দুটি শক্তিশালী দলের সেনেগাল এবং তিউনিশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। আজকের ম্যাচে প্রথম পরীক্ষা হচ্ছে সেনেগালের বিরুদ্ধে। সেনেগালের দল রয়েছে তারকা ফুটবলারদের ভিড়ে সাদিও মানে, নিকোলাস জ্যাকসন, কুলিবালি, এদোয়ার মেন্দি।

ব্রাজিলের কোচ আনচেলোত্তি এই ম্যাচে রাফিনিয়া, মার্টিনেলি, সেভিনহো, জেলিংটন, জোয়াও গোমেস, বেরাল্ডো-দের স্কোয়াডে রাখেননি। তবে ভিনিসিয়াস, রদ্রিগো, পাকেতা, এস্তেভাও, মারকুনিয়োস-এর মতো তারকাদের উপস্থিতি ব্রাজিলকে ফেভারিট বানাচ্ছে। এটি আনচেলোত্তির অধীনে ব্রাজিলের সপ্তম ম্যাচ।

উল্লেখ্য, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ১৮ নভেম্বর তিউনিশিয়ার বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে। প্রশিক্ষণ ও সেরা স্কোয়াড দিয়ে মাঠে নামা ব্রাজিলের উদ্দেশ্য স্পষ্ট বিশ্বকাপে নিজেদের প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রাখা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪