রিপোর্টার্স২৪ ডেস্ক : আগের দিন অ্যাঙ্গোলাকে ২-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। এবার একই ব্যবধানে আফ্রিকান আরেক দল সেনেগালকে হারাল ব্রাজিল। এই প্রথমবার আফ্রিকান দেশটির বিপক্ষে জয়ের দেখা পেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
শনিবার (১৫ নভেম্বর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ব্রাজিলের জয়ে গোল করেছেন এস্তেভাও ও কাসেমিরো। আক্রমণাত্মক ফুটবল খেলেই ২-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে সেলেসাওরা। পুরো ম্যাচে ব্রাজিল ১৪টি শট নেয়, যার ছয়টি ছিল লক্ষ্য বরাবর। অন্যদিকে সেনেগাল ১১টি শট নিলেও লক্ষ্যে পাঠাতে পেরেছে মাত্র একটি।
২০১৯ সালে প্রথম দেখা হয়েছিল দুই দলের, সেই ম্যাচটি শেষ হয়েছিল ১-১ ড্রতে। ২০২৩ সালের জুনে ব্রাজিলকে হারিয়েছিল সেনেগাল। অবশেষে সেই হারের প্রতিশোধ নিল কার্লো আনচেলত্তির দল। আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে সর্বশেষ পাঁচ ম্যাচে এটি ব্রাজিলের প্রথম জয়। এর আগে তারা মরক্কো ও ক্যামেরুনের বিপক্ষে হেরেছিল।
ম্যাচের শুরুতেই দুটি নিশ্চিত সুযোগ হাতছাড়া করে ব্রাজিল। চতুর্থ মিনিটে ম্যাথিউস কুনহার শট পোস্টে লাগে। এরপর ১৭তম মিনিটে তার হেড ক্রসবারে ফিরলে হতাশ হতে হয় সেলেসাওদের। মাঝে ডি-বক্সের বাইরে থেকে ভিনিসিয়ুস জুনিয়রের একটি শট ঠেকান সেনেগালের গোলরক্ষক এদুয়ার্দো মেন্দি।
অবশেষে ২৮তম মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। কাসেমিরোর থ্রু বল ডিফেন্ডারের গায়ে লেগে ডি-বক্সে পৌঁছালে সুযোগ কাজে লাগান এস্তেভাও। বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।
৩৫তম মিনিটে ব্যবধান বাড়ান কাসেমিরো। রদ্রিগোর নিখুঁত ফ্রি কিকে রক্ষণভাগের নজর এড়িয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে মেন্দিকে পরাস্ত করেন অভিজ্ঞ এই মিডফিল্ডার।
এর আগে গত মাসে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল। দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে হারানোর পর জাপানের বিপক্ষে ৩-২ গোলে হেরেছিল তারা। ব্রাজিল কোচ হিসেবে আনচেলত্তির এটি সাত ম্যাচে চতুর্থ জয়।
আগামী মঙ্গলবার তিউনিসিয়ার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল।
রিপোর্টার্স২৪/আরকে