| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রথম দিনই কেউ আমাকে ভারত ম্যাচের জন্য প্রস্তুত থাকতে বলেছিল : শমিত

  • আপডেট টাইম: 15-11-2025 ইং
  • 2179 বার পঠিত
প্রথম দিনই কেউ আমাকে ভারত ম্যাচের জন্য প্রস্তুত থাকতে বলেছিল : শমিত

রিপোর্টার্স২৪ডেস্ক : শনিবার (১৫ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে শমিত সাফ জানিয়ে দেন, এই ধরনের বিভেদ নিয়ে দল চিন্তা করছে না। দেশি-বিদেশি বিষয় নয়, সবাই এক হয়ে ভারত ম্যাচ জিততে চায়।

দলে স্থানীয় ও প্রবাসীদের খেলোয়াড়দের মধ্যে দূরত্বের কথা শোনা যায়। অনেক সময় মাঠেও এর প্রভাব থাকে। এমন গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন কানাডিয়ান প্রিমিয়ার লীগ খেলা বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার শমিত সোম।

নেপালের বিপক্ষে জয়ের দোরগোড়া থেকে ফিরে আসার আক্ষেপ ভুলে বাংলাদেশ ফুটবল দলের সব মনোযোগ এখন চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে।

নেপালের বিপক্ষে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে ড্র করার হতাশা নিয়ে তিনি বলেন, ‘এটা ফুটবল, এখানে এমনটা হয়। আমাদের ভাগ্যটা পক্ষে যাচ্ছে না। তবে আমাদের ৯০ মিনিট পর্যন্ত মনোযোগ ধরে রাখতে হবে। আমরা দেখছি পারফরম্যান্স ভালো হচ্ছে, কিন্তু যে উইনিং রেজাল্টটা পাওয়া উচিত, সেটা পাচ্ছি না। তবে এবার হোপফুলি আমরা করতে পারব।’

দলে বিভাজনের গুঞ্জন প্রসঙ্গে শমিত সোম সাংবাদিকদের বলেন, ‘এটার সাথে আমি একমত নই। আমাদের টিম হলো এগারো জনের, দেশি-বিদেশি বিষয় না, আমরা যেভাবে পারি আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হবে যে ম্যাচটা কীভাবে জিতব। আমরা কোনোদিন চিন্তা করি নাই যে বিদেশের খেলোয়াড় ভার্সেস দেশি খেলোয়াড়। এভাবে তো বাংলাদেশ জিততে পারবে না।’

ভারতকে শক্তিশালী প্রতিপক্ষ মানছেন তিনি, ২৩ বছর ধরে তাদের বিপক্ষে জয় না পাওয়ার পরিসংখ্যানই দলকে বাড়তি অনুপ্রেরণা জোগাচ্ছে বলে জানান শমিত। তিনি বলেন, ‘মোটিভেশন তো কাজ করবেই। কোচ বলেছেন, আমরা ২৩ বছর বোধহয় জিতি নাই এদের সঙ্গে। সবাই জানে এই ম্যাচের অর্থ কী। আমি যখন বাংলাদেশের জন্য খেলা শুরু করি, প্রথম দিনই আমাকে কেউ একজন ভারত ম্যাচের জন্য রেডি থাকতে বলেছিল।’

আত্মবিশ্বাসী শমিত মনে করেন, ভারতের রক্ষণে দুর্বলতা আছে, যা বাংলাদেশ কাজে লাগাতে পারে। তিনি বলেন, ‘ভারতের ডিফেন্স লাইন ভালো খেলে, কিন্তু ওদের মিডফিল্ড লাইন ও ব্যাক লাইনের মধ্যে একটা গ্যাপ (ফাঁক) থাকে, স্পেস থাকে। ওই স্পেস যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমাদের স্ট্রাইকাররা গোল করতে পারবে এবং ভালো সুযোগ তৈরি হবে।’

রিপোর্টর্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪