| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সীমানার বাইরে গিয়ে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম: 11-09-2025 ইং
  • 301294 বার পঠিত
সীমানার বাইরে  গিয়ে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা
ছবির ক্যাপশন: সীমানার বাইরে গিয়ে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে ইজারাকৃত বালু মহালের বাহিরে গিয়ে বালু উত্তোলন করার অপরাধে মেসার্স প্রিন্স কনস্ট্রাকশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে দৌলতপুর উপজেলার যমুনা নদী থেকে ইজারাকৃত বালু মহালের বাহিরে গিয়ে বাল্কহেট দিয়ে বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমান আদালত মেসার্স প্রিন্স কনস্ট্রাকশনের সুপারভাইজারকে আটক করে। পরে জরিমানা আদায়ের মাধ্যমে মুচলেকায় ছাড়া পান সুপারভাইজার।

আটককৃত সুপারভাইজার মো. শরিফুল ইসলাম চাঁন মিয়া (৪৫)। তিনি সদর উপজেলার জয়রা এলাকার সালাউদ্দিনের ছেলে এবং মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।

জানা গেছে, মেসার্স প্রিন্স কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রিন্স। তিনি মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক।

সহকারী কমিশনার ভূমি অফিস সুত্রে জানা গেছে, রাহাতপুর বালু মহালের ইজারাকৃত অংশের ২ হাজার ফিট বাহিরে গিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। এ অপরাধে ইজারাকৃত প্রতিষ্ঠানকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর- ৪, ৫ এবং ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি আহসানুল আলম বলেন, রাহাতপুর বালু মহালের ইজারাদার মেসার্স প্রিন্স কনস্ট্রাকশন ইজারা এলাকার বাহিরে গিয়ে বালু উত্তোলন করছে এ অভিযোগে অভিযানে গেলে ঘটনার সত্যতা পাওয়া যায়। ঘটনাস্থল থেকে সুপারভাইজার চাঁন মিয়াকে আটক করে ৫০‌ হাজার টাকা জরিমানা আদায়ের মাধ্যমে তাকে মুচলেকায় ছাড়া হয়। এরপরেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪