| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে মা' সমাবেশে অনুষ্ঠিত

  • আপডেট টাইম: 11-09-2025 ইং
  • 299664 বার পঠিত
শেরপুরে মা' সমাবেশে অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: শেরপুরে মা' সমাবেশে অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি: শেরপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার  (১১ সেপ্টেম্বর) নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুরের উদ্যোগে সদর উপজেলার বলাইরচর কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে “ মা” সমাবেশে অনুষ্ঠিত ।  প্রধান অতিথি শেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা মোহসীনা সোবহান উপস্থিতে ছিলেন ।

 সেখানে সৈয়দা মোহসীনা সোবহান  বলেন, শেরপুরে কিছুদিন হয় আমি যোগদান করেছি। এটা ঠিক যোগদান করার পরে একটি বিদ্যালয় পরিদর্শনে গিয়ে আমি ৬ জন শিক্ষার্থী পেয়েছি। তাও তিনজন ছিলো ব্র্যাকের। এমন হতাশাজনক চিত্র দেখে আমি দু’দিন ঘুমাতে পারিনি। পরে পদক্ষেপ নিয়েছি। সেই বিদালয়ে এখন ৭৯ জন শিক্ষার্থী নিয়মিত ক্লাশ করছে। 

তিনি মা-দের উদ্দেশ্যে বলেন, শিশুদের সুস্থ্য রাখার জন্য মা-দেরকে আগে সুস্থ্য থাকতে হবে। এজন্য নিজেদের শরীরের প্রতি যত্নবান হওয়ার জন্য, সময়মতো খাবার গ্রহণের পরামর্শ দেন। তিনি শিশুরা বিদ্যালয়ে আসার সময় তাদেরকে হালকা টিফিন সাথে দেওয়ার আহ্বান জানান। আগামী মাসে শিশুরা যাতে বিনামুল্যে দেওয়া টাইফয়েড টিকার ভ্যাকসিন নেয়, সে বিষয়ে সবাইকে সহযোগিতা করার কথা বলেন। তিনি বাল্যবিয়ে রোধ ও মাদক নিয়ন্ত্রণে মা-দেরকে আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. হারুন অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনউদ্যোগ আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ। এতে উদ্দীপনামূলক বক্তব্য রাখেন শিক্ষক, কবি-গবেষক জ্যোতি পোদ্দার, আইসিটি উদ্যোক্তা মাওলানা মিনহাজ উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান ও মন্মথ দে মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাহিদুল ইসলাম সেলিম, প্রধান শিক্ষক এস.এম. আবু হান্নান, সিপিবি নেতা মোলায়মান আহমেদ প্রমুখ।

স্বাগত বক্তব্যে প্রধান শিক্ষক এস.এম. আবু হান্নান বলেন, মা হলেন সন্তানের প্রথম শিক্ষক আর আমরা স্কুলের শিক্ষকরা হলাম দ্বিতীয় শিক্ষক। মা’র নিকট থেকেই শিশুরা প্রথম শিক্ষা পায়। এজন্য মাদেরকে শিশুর সুশিক্ষা ও ভবিষ্যৎ গঠনে যত্নবান হতে হবে। তাদের বিদ্যালয়ে যাওয়া-আসা এবং লেখাপড়ার বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখতে হবে। তবেই শিশুর পরিপূর্ণ বিকাশ ঘটবে।

কবি-গবেষক জ্যোতি পোদ্দার বলেন, পরিবার থেকেই শিশুরা প্রথম শিক্ষা পায়। এজন্য শিশুর সামনে পরিবারের লোকজন এমন কোন আচরণ করা যাবে না, যা শিশুর মনোজগত গঠনে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। 

সাবেক চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সেলিম বিদ্যালয়টির সীমানা প্রাচীর নির্মাণ ও অবকাঠামো উন্নয়নে শিক্ষা কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন। জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ বিদ্যালয়ে যাওয়া-আসার খানাখন্দে ভরা কাঁচা রাস্তাটি পাকা করার বিষয়ে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

শিশুর পরিপূর্ণ বিকাশে মনোযোগী হতে হবে। তিনি আরও বলেন, দিন দিন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। এখানে সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। শিক্ষরা প্রশিক্ষিত। নিয়মিত মনিটরিং হচ্ছে, জরিপ হচ্ছে। তারপরও শিশুরা কিন্ডারগার্টেন, মাদ্রাসামুখী হচ্ছে। টাকা দিয়ে সেখানে পড়ালেখা করছে। এমনও প্রাথমিক বিদ্যালয় রয়েছে যেখানে ৬ জন শিক্ষক রয়েছেন কিন্তু ছাত্র সংখ্যা মাত্র ১৪। 

বেসরকারি উন্নয়ন সংস্থা আইইডি’র সহযোগিতায় মা সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধূলার মাধ্যমে শারিরীক ও মানসিক বিকাশের লক্ষ্যে ছেলে ও মেয়দের জন্য ফুটবল উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের টার্ম পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। সমাবেশে শতাধিক মা এবং শিশু ও পুরুষসহ দুই শতাধিক অভিভাবক অংশগ্রহণ করেন।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪