স্টাফ রিপোর্টার, চাঁদপুর : শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের হাজীগঞ্জে উঠান বৈঠক ও কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার খাটরা বিলওয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিলভার বেল স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে জেলা তথ্য অফিস, চাঁদপুর। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য ও গণযোগাযোগ অধিদপ্তরের আওতায় দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু-কিশোরদের শিক্ষা, শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নারীর উন্নয়ন নিশ্চিত করতে সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব রয়েছে। এ ধরনের সচেতনতামূলক সভা সমাজ পরিবর্তনে কার্যকর অবদান রাখবে বলেও তারা মত দেন।
চাঁদপুর জেলা তথ্য অফিসার তপন বেপারী অনুষ্ঠানে বলেন, “সরকার শিশু-কিশোর ও নারীদের উন্নয়নে নানান প্রকল্প বাস্তবায়ন করছে। আমরা চাই এই উন্নয়নের বার্তা প্রত্যন্ত গ্রামে পৌঁছে যাক। এজন্য উঠান বৈঠক ও কমিউনিটি সভা অত্যন্ত কার্যকর।”
সভায় স্থানীয় শিক্ষক, অভিভাবক, নারী সমাজ ও শিক্ষার্থীরা অংশ নেন। তারা আশা প্রকাশ করেন— নিয়মিত এ ধরনের কর্মসূচি আয়োজন হলে শিশু ও নারীরা আরও সচেতন হয়ে সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা