| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে ৮ম শ্রেণির স্কুলছাত্রীর মৃত্যু

  • আপডেট টাইম: 12-09-2025 ইং
  • 297947 বার পঠিত
ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে ৮ম শ্রেণির স্কুলছাত্রীর মৃত্যু
ছবির ক্যাপশন: ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে ৮ম শ্রেণির স্কুলছাত্রীর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে সঙ্গিতা রায় (১৩) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর চারটার দিকে মাসানডাঙ্গী গ্রামের গুরুদাস রায়ের মেয়ে সঙ্গিতা নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় মাথায় সাপ কামড় দেয়। পরিবারের সদস্যরা প্রথমে বিষয়টি বুঝতে না পেরে বিভিন্ন ধরনের ঘরোয়া চিকিৎসা এবং ঝাড়ফুকের চেষ্টা চালান। প্রায় পাঁচ ঘণ্টা পর সকাল ৯টার দিকে তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. রকিবুল আলম জানান, “সাপটি মাথায় কামড়েছিল। শেষ মুহূর্তে হাসপাতালে আনা হওয়ায় আমরা সর্বোচ্চ চেষ্টা করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।”

মৃত সঙ্গিতা রায় স্থানীয় লোহাগাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন। পরিবারের সদস্যদের অভিযোগ, প্রথমে যথাযথ চিকিৎসার পরিবর্তে ঔঝার ঝাড়ফুকের ওপর নির্ভর করায় মূল্যবান সময় নষ্ট হয় এবং এর করুণ পরিণতি ঘটে।

দুপুর ২টার দিকে মাসানডাঙ্গী গ্রামে সঙ্গিতার শেষকৃত্য সম্পন্ন হয়। 

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪