| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মদ্যপ অবস্থায় চালকের বেপরোয়া গতি, গাড়ি দোকানে ঢুকে দোকানি নিহত

  • আপডেট টাইম: 12-09-2025 ইং
  • 297867 বার পঠিত
মদ্যপ অবস্থায় চালকের বেপরোয়া গতি, গাড়ি দোকানে ঢুকে দোকানি নিহত
ছবির ক্যাপশন: মদ্যপ অবস্থায় চালকের বেপরোয়া গতি, গাড়ি দোকানে ঢুকে দোকানি নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি:  সিরাজগঞ্জ সদর উপজেলার কাশিয়াহাটা বাজারে মদ্যপ অবস্থায় প্রাইভেটকার চালক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে এক দোকান মালিক নিহত হন এবং অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে এই ঘটনা ঘটে। 

জানা যায়, প্রাইভেটকারটি অতিরিক্ত গতিতে চলছিল। এর ভেতরে কয়েকজন তরুণ-তরুণী মদ্যপ অবস্থায় ছিল এবং উচ্চস্বরে গান বাজছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা দোকানে ঢুকে যায় প্রাইভেটকারটি। তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয় এবং দোকান মালিক হাফিজ (৪২) নিহত হন। তিনি সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের নুরু মিয়ার ছেলে। আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার আগে গাড়িটির ভেতর থেকে উচ্চস্বরে গান বাজছিল এবং গাড়িতে থাকা তরুণ-তরুণীরা মাতাল অবস্থায় ছিলেন। অতিরিক্ত গতির কারণে প্রাইভেটকারটি মুহূর্তেই দোকানে ঢুকে পড়ে দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ সদর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মর্জিনা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একজন মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪