নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীর তীরে মাছ ধরার ট্রলারে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হেমা মাঝি (৫৪) নামে এক বাবুর্চি দগ্ধ হয়েছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে হাতিয়া চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. আবদুল বাতেন বিষয়টি নিশ্চিত করেন। গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার চেয়ারম্যান ঘাট এলাকায় মেঘনা নদীর তীরে নোঙর করা মাস্টার মাঝি নামের মাছ ধরার ট্রলারে এ বিস্ফোরণ ঘটে।
দগ্ধ হেমা মাঝি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরবসু গ্রামের আলী মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দুই দিন আগে মাস্টার মাঝি ১২ জন জেলে নিয়ে চেয়ারম্যান ঘাটে ফিরে আসেন। পরে ১১ জন জেলে বাড়ি চলে গেলেও ট্রলার পাহারা দিতে সেখানে থাকেন হেমা মাঝি। বৃহস্পতিবার রাতে ট্রলারে রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তেই ট্রলারের কাঠ ভেঙে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন শব্দ শুনে দগ্ধ হেমাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। হেমার দুই হাত, দুই পা, বুক ও পিঠসহ শরীরের প্রায় ৩৫ শতাংশ অংশ পুড়ে গেছে।
হাতিয়া চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. আবদুল বাতেন আরও বলেন, রান্না করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। নদীতে এ ঘটনা ঘটায় এ বিষয়ে নৌ পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা