| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডাকসুর মতোই আগামী দিনের সব নির্বাচন হবে : ফুয়াদ

  • আপডেট টাইম: 12-09-2025 ইং
  • 297604 বার পঠিত
ডাকসুর মতোই আগামী দিনের সব নির্বাচন হবে : ফুয়াদ
ছবির ক্যাপশন: ডাকসুর মতোই আগামী দিনের সব নির্বাচন হবে : ফুয়াদ

বরিশাল প্রতিনিধি : আমার বাংলাদেশ পার্টির (এবি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, গণঅভ্যুত্থানকে যেভাবে আওয়ামী লীগ বুঝতে পারছে না, ডাকসু নির্বাচনকেও বিএনপিসহ অনেক বুদ্ধিজীবী ও বামবলয়ের লোক বুঝতে পারছে না। নির্বাচন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ছাড়া ইনক্লুসিভ হবে না এই বক্তব্য যারা বলছে ডাকসু নির্বাচন অলরেডি সেটাকে ভুল প্রমাণিত করেছে বলে মন্তব্য করেন তিনি।

শুত্রুবার (১২ সেপ্টেম্বর) বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, টোটাল ডাকসু নির্বাচনটা আগামী দিনের রাজনীতির একটা নির্বাচনীক গ্রামার আমাদের হাতে তুলে দিয়েছে। আমরা কেউই যেন এটাকে ৯১, ৯৬, ২০০১ এর মেট্রিক্স দিয়ে না মাপি। মাপলে সবাই ভুল করব। এটাই একটা নতুন মেট্রিক্স আগামী দিনের রাজনীতির জন্য। এটাকেই ভিত্তি করে আগামী দিনের নির্বাচন, স্থানীয় নির্বাচন হবে।

তিনি আরো বলেন, দেশ কিন্তু শান্ত হয়নি, দেশ এখনও প্রচন্ড অশান্ত রয়ে গেছে। আমরা এখনও ভলকানোর উপরে বাস করছি। কেউ যদি মনে করে থাকে ফেব্রুয়ারির পরে দেশ সুইজারল্যান্ড হয়ে যাবে, মোটেই তা হবে না। যেকোনো সময় এখানে আবার নেপাল, শ্রীলংকা, ইন্দোনেশিয়া আসতে পারে। এ বিষয়টি সকল রাজনৈতিক দলের মাথায় রাখতে হবে।

এবি পার্টি বরিশাল জেলা ও মহানগর আয়োজিত সংবাদ সম্মেলনে দলের অনন্য নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪