প্রেমের স্টাইল
তোমার প্রেমের স্টাইল
আমেরিকার দ্বিমুখী নীতির মতো
কখনো মেঘ, কখনো রোদ্দুর
তোমার মতিগতি
ঢেউয়ে ভাসা শাপলার মতো
কখনো জোয়ারে ভাসে উত্তরে
কখনো ভাটির টানে দক্ষিণে।
কখনো উজাড় করে ভালবাসো
স্যাতসেতে বর্ষায়
আবার কখনো হয়ে ওঠো রুক্ষ মরুভূমি।।
রঙিন ফুল
আমি জানি ,তোমার চোখে আমি
কাল বৈশেখি ঝড়, নূয়ে পড়া নারকেল গাছ
ভেঙে পড়া ডাল,
এলোমেলো জীবন যাপন।
কখনও কি আমাকে দেখেছ ?
রাতের আকাশের ছায়াপথে অথবা চাঁদনি রাতে
উড়ে যাওয়া
বালি হাঁসের ঝাঁকে, দে'খনি! ?
তবে খুঁজে দেখ তোমার হৃদয়ের অলিন্দে
ঠিকই দেখতে পাবে।এক একটি তারা জ্বলা
রাতের শেষে দেখবে তারাদের মাঝে চুপ
হয়ে বসে আছি আমি একটি রঙিন ফুল ।