| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কী করলে ভালা লাগা আসবে

  • আপডেট টাইম: 07-10-2025 ইং
  • 196904 বার পঠিত
কী করলে ভালা লাগা আসবে
ছবির ক্যাপশন: কী করলে ভালা লাগা আসবে

রিপোর্টার্স২৪ ডেস্ক : হঠাৎ করেই মনে হয়— কিছুই ভালো লাগেছে না। সবকিছু যেন থমকে গেছে, ভালো লাগা আর খুঁজে পাওয়া যায় না। জীবনের ব্যস্ততা, একঘেয়েমি কিংবা চাপ এমন অবস্থার জন্ম দেয়। তবে কিছু ছোট্ট পরিবর্তনই ফিরিয়ে আনতে পারে জীবনের স্বাদ। 

গবেষনায় দেখা গেছে, পাঁচটি অভ্যাস গড়ে তুলতে পারলে মন-মানসিকতা যেমন ভালো হয়, তেমনি জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিও পাল্টে যায়। চলুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে-

প্রথমত, কৃতজ্ঞতার চর্চা করা জরুরী। প্রতিদিনের জীবনে ছোট ছোট প্রাপ্তিগুলো মনে করে ধন্যবাদ জানালে ভেতরে জমে থাকা নেতিবাচকতা কমে যায়।

দ্বিতীয়ত, সময় বের করুন হাঁটাহাঁটি বা হালকা ব্যায়ামের জন্য। এটি শুধু শরীর নয়, মনেরও ভার লাঘব করে।

তৃতীয়ত, মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তুলুন। পরিবার-বন্ধুদের সঙ্গে সময় কাটানো মানসিক শান্তি আনে এবং একাকিত্ব দূর করে।

চতুর্থত, নিজের জন্য কিছু সময় আলাদা রাখুন। বই পড়া, গান শোনা, ভ্রমণ কিংবা প্রিয় কোনো শখ— যাই হোক না কেন, তা মনকে নতুন করে উজ্জীবিত করে। আর

পঞ্চমত, অন্যকে সাহায্য করার অভ্যাস গড়ে তুলুন। নিঃস্বার্থভাবে কারও উপকার করলে যে তৃপ্তি পাওয়া যায়, তা জীবনের অর্থকেই নতুনভাবে অনুভব করায়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪