| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দিপালি কীর্তনিয়া’র কবিতা

  • আপডেট টাইম: 08-10-2025 ইং
  • 191614 বার পঠিত
দিপালি কীর্তনিয়া’র কবিতা
ছবির ক্যাপশন: ছবি: দিপালি কীর্তনিয়া

জেগে ওঠার ডাক

তোমার নীরবতা আঘাত করছে আমাকে,


যেমনি ঢেউ আছড়ে পড়ে  বালুকা রাশিতে,

তেমনি নিঃশব্দে  আঘাত করছে এই নিস্তব্ধতা! 

হাজার বছর ধরে যেন পদাঘাত করছে বিবেকের দরজা,

যেন বলতে চাইছে এখন বদলানোর কাল, জেগে ওঠো,

চারিদিকে কী বিভৎসময় হিংস্র  হায়েনার দল গিলে খাচ্ছে সব;

সমুদ্র মন্থন করে যে সুধা উঠেছিল তা পান করে নিচ্ছে অসুরের দল!

আর কতকাল ঘুমিয়ে থাকবে!

অবচেতন মনে আর কত!

জেগে ওঠো, আর ঘুমিয়ে থেকনা, মহাকালের রথে সারথি হও। 

দুর্বার  গতিতে এগিয়ে যাও, 

চেয়ে দেখ অবোধ শিশু হামাগুড়ি দিচ্ছে এগোবার অবাধ্য চেষ্টায়।

নস্টালজিক হয়ে পড়োনা।

যে শিশু আগামীর জন্য বাঁচতে চাইছে তাকে বাঁচতে দাও,

হাত দুটি বাড়িয়ে দাও  প্রজন্মের জন্য। জাগতে তোমাকে হবেই! 

জেগে ওঠো  চিৎকার করে জানিয়ে দাও ভয় পেয়ো না,

আমরা আছি তোমাদের জন্য এখনও জেগে...

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪