জলকন্যা
বৃষ্টি হলে মিষ্টি মধুর বানীর পুনরাবৃত্তি ঘটে প্রমে।
ভালোবাসা কোলাকুলি করে জলে।মনের অতলে তুমি বাসাবাঁধো।
চমকানো অনুভূতি আর শব্দভীতি বাঁক বদলায় মনের কোঠরে।
আশ্চর্যের কোলে তুমি কেবলই ঢলে পড়ো।
আষাঢ়ে শহরে জলকন্যাদের দেখা মিলে।তুমি
টুপটাপ রহস্যের অন্তরালে জীবনের উড়াল মাতালে জল ঢালো।
শুদ্ধুস্নানে তৃপ্ত হই মনের গোপনে। অন্তর দহনে আমি
বেদনার গোঁজামিলে জলকেলি করে ভুলে থাকি
বৃষ্ট ও তোমার নিঃশব্দ আগমনে।
জলকন্যা নিজে ভিজে না ভিজায়।তুমি সুন্দর মনের
ঐতিহ্য রক্ষায় সর্বাত্মক হৃদয় উদ্যোগে ভাসাও অন্তর।
পানিবন্দর প্লাবিত দুঃখরা ঢেউ খেলে একচোখা প্রয়োজনে।
হৃদয়ের বাড়তি ঠিকানা জুড়ে বৃষ্টি নামে মনে
তুমি বন্যাপ্রেমে অন্ধকার কিনে ঝরে যাও আনমনে।