সন্ন্যাস
কথা নয় কাজ!
লাজ
প্রক্ষেপে
কেঁপে
সম্ভ্রম যদি
দ্বিধা করে
ফাঁকা দরজাতে
গর্জাতে
চাওয়া
বন হাওয়া
পাবে
মন্থরে!
কথা পরে হোক
লোক
গেলে ধীরে ধীরে
তীরে
বালিয়াড়ি যদি
মেলে
খেলে, নিও সাধু!
সুস্বাদু!
ঝরণায় নেমে
প্রেমে
স্নান
সারা হয়ে গেলে!