| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আর আই রফিক-এর ছড়া

  • আপডেট টাইম: 10-10-2025 ইং
  • 182231 বার পঠিত
আর আই রফিক-এর ছড়া
ছবির ক্যাপশন: ছবি: আর আই রফিক

আশায় আশায় 


জীবনের বাঁকে ক্ষণে ক্ষণে হাঁকে 

কষ্ট নামের কালো,

শিশির কণিকা ছলে মরীচিকা 

দেখায় সুখের আলো।


দুর্বার গতি চলি দিবারাতি

তৃষ্ণা মেটাতে জলে,

হেরি অবশেষে নিজেকে নিমেষে

তপ্ত মরুর কোলে।


আশা নিয়ে বুকে কালো মেঘ দেখে

পিয়াসী চাতকী চায়, 

তৃষ্ণা মেটাতে কালো মেঘ হতে

জল কি কখনো পায় ? 


হৃদয়ের কোণে জাগে ক্ষণে ক্ষণে 

কেবলই আশার বাণী, 

যতদিন যায় জ্বলে নাকো হায়

সুখের প্রদীপখানি।


এ জীবনে জানি মুছিবে না গ্লানি 

ক্লেদে হবে তার শেষ,

তবু চলি টানি জীবনের ঘানি

দমিবার নাই রেশ।



ধনের পূজা


এই দুনিয়া রঙ্গমেলা চলছে,

হেথায় ধনের খেলা

অন্য চিন্তা পরে,

পায়ে কাদা মাথায় ধুলো

খেটে খাওয়া মানুষগুলো

অনাহারে মরে।


ধনী থাকে ধনের নেশায়

লক্ষপতি কোটির আশায়

অবৈধ পথ বাছে,

অঢেল টাকা গাড়ি বাড়ি

সোনাদানা সুন্দর নারী

রাখতে হবে কাছে।


তাদের কথায় সমাজ চলে

সবাই তাদের গুণী বলে

হলেও শত দোষী, 

গরিব লোকের ভাগ্য মন্দ

অত্যাচারেও জবান বন্ধ

ধনী রাখতে খুশী।


ধনী সে তো সমাজপতি 

তার ত্রুটিটা লঘু অতি

হোক না গুরু যতই,

গরিব সেটা বলতে গেলে 

বিনা দোষে শাস্তি মেলে

মেষশাবকের মতই।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪