| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হজ নিবন্ধনের সময় বৃদ্ধি হতে পারে, ঘোষণা সোমবার

  • আপডেট টাইম: 12-10-2025 ইং
  • 175896 বার পঠিত
হজ নিবন্ধনের সময় বৃদ্ধি হতে পারে, ঘোষণা  সোমবার
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক : হজ নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে রোববার ১২অক্টোবর দিবাগত রাতে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ৪১ হাজার ৯৭২ জন হজযাত্রীর নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৬৬৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৮ হাজার ৩০৯ জন হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। হজযাত্রীর কোটার বেশির ভাগই খালি রয়েছে। দেশের অর্থনৈতিক সংকটের দরুণ অনেক হজযাত্রী সাড়ে ৩ লাখ টাকা দিয়ে হজের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে অনীহা প্রকাশ করছেন।

গত বছর নিবন্ধনের জন্য ৩ লাখ টাকা নেওয়া হয়েছে। এবার হঠাৎ আরও ৫০ হাজার টাকা বৃদ্ধি করে নিবন্ধনের সাড়ে ৩ লাখ টাকা নির্ধারণ করা হয়। হজযাত্রী নিবন্ধনের কোটা পূরণ না হওয়ায় আবাবিল হজ গ্রুপের চেয়ারম্যান আবু ইউসুফ, হাবের সাবেক অর্থ সচিব আব্দুল কাদের মোল্লা ও মুসাফির ট্রাভেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এইচ এম আতাউর রহমান হজযাত্রীদের নিবন্ধনের সময়সীমা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বর্ধিত করার জোর দাবি জানিয়েছেন।

 ধর্ম মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, হজযাত্রী নিবন্ধনের কোটা পূরণ না হওয়ায় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আগামীকাল সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে শেষবারের মতো হজযাত্রী নিবন্ধনের সময় বৃদ্ধির ঘোষণা দিতে পারেন। বর্ধিত সময়ের পর আর কোনো সময় বাড়ানো হবে না বলেও সূত্র জানায়। এদিকে, হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার আজ রোববার জানিয়েছেন, হজযাত্রীদের স্বার্থে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) নিবন্ধনের সময় আগামী ৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর জন্য ধর্ম মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছে। হাব মহাসচিব যৌক্তিক কারণেই হজযাত্রী নিবন্ধনের সময় আগামী ৫ নভেম্বর পর্যন্ত বৃদ্ধির জোর দাবি জানান। ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নিবন্ধন কবে শেষ হবে সেটি সৌদি আরবের সিদ্ধান্ত।

সৌদির রোডম্যাপ অনুযায়ী আজ রোববার নিবন্ধনের সময় শেষ হয়েছে। সৌদি সরকার নিবন্ধনের সময় না বাড়ালে ধর্ম মন্ত্রণালয়ের কিছু করার নেই। সময় বাড়ানোর জন্য সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। তাদের অনুমতি পাওয়া গেলেই ধর্ম মন্ত্রণালয় সময় বাড়ানোর ঘোষণা দেবে। উল্লেখ্য, আগামী ৯ নভেম্বর জেদ্দায় সৌদি-বাংলাদেশ দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। সাধারণত সৌদি হজ চুক্তির সময়েই বাংলাদেশের সর্বমোট হজযাত্রীর সংখ্যা সৌদি সরকারকে অবহিত করা হয়।

রিপোর্টার্স২৪ /এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪