| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এক মাসে ওমরাহ করলেন ১ কোটি ১৭ লাখ মুসল্লি, বিদেশি মুসল্লির সংখ্যা ১৫ লাখের বেশি

  • আপডেট টাইম: 28-10-2025 ইং
  • 82853 বার পঠিত
এক মাসে ওমরাহ করলেন ১ কোটি ১৭ লাখ মুসল্লি, বিদেশি মুসল্লির সংখ্যা ১৫ লাখের বেশি
ছবির ক্যাপশন: এক মাসে ওমরাহ করলেন ১ কোটি ১৭ লাখ মুসল্লি, বিদেশি মুসল্লির সংখ্যা ১৫ লাখের বেশি

রিপোর্টার্স২৪ ডেস্ক : হিজরি বর্ষের রবিউস সানি মাসে এক মাসে ১ কোটি ১৭ লাখের বেশি মুসলিম ওমরাহ পালন করেছেন। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং মসজিদুল হারাম ও মসজিদে নববীর সাধারণ কর্তৃপক্ষের যৌথ পরিসংখ্যান অনুযায়ী, এটি সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ সংখ্যা।

প্রতিবেদনে বলা হয়েছে, এই বিপুল সংখ্যক ওমরাহযাত্রীর মধ্যে ১৫ লাখের বেশি বিদেশি মুসল্লি এসেছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে।

মন্ত্রণালয় জানায়, ডিজিটাল টুল ও সমন্বিত লজিস্টিক সেবার কারণে এখন ওমরাহ যাত্রা আগের তুলনায় অনেক সহজ ও আরামদায়ক। বিদেশি মুসল্লিরা অনলাইনে আবেদন, বুকিং এবং যাত্রা-সংক্রান্ত কার্যক্রম সহজেই সম্পন্ন করতে পারছেন, ফলে শান্তিপূর্ণ পরিবেশে ইবাদত করতে পারছেন।

সৌদি সরকারের ভিশন ২০৩০–এর অংশ হিসেবে এই সেবার সম্প্রসারণ করা হচ্ছে। লক্ষ্য হলো মুসলমানদের দুই পবিত্র মসজিদে পৌঁছানো আরও সহজ করা এবং তাদের আধ্যাত্মিক অভিজ্ঞতাকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা।

মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একযোগে কাজ করছে যাতে সেবার মান উন্নত হয়। ডিজিটাল ও অপারেশনাল ব্যবস্থাপনায় নতুনত্ব আনা হচ্ছে, যাতে মুসল্লিদের যাত্রা নির্বিঘ্ন, সহজ ও তৃপ্তিদায়ক হয়।

সৌদি সরকার গত কয়েক বছর ধরে ডিজিটাল ভিসা, অনলাইন নিবন্ধন, স্মার্ট ট্রান্সপোর্ট ও নতুন অবকাঠামো উন্নয়নের মাধ্যমে ওমরাহ ও হজ ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করেছে, যার ফলে অংশগ্রহণ আগের তুলনায় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। সূত্র: সৌদি গেজেট


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪