| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিরিজ বাঁচানোর ম্যাচে বদলে যেতে পারে বাংলাদেশের একাদশ

  • আপডেট টাইম: 29-10-2025 ইং
  • 78271 বার পঠিত
সিরিজ বাঁচানোর ম্যাচে বদলে যেতে পারে বাংলাদেশের একাদশ
ছবির ক্যাপশন: সিরিজ বাঁচানোর ম্যাচে বদলে যেতে পারে বাংলাদেশের একাদশ

রিপোর্টার্স২৪ ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ধাক্কা খেলেও এখনো হাল ছাড়েনি টাইগাররা। সিরিজে টিকে থাকার মিশনে আজ বুধবার (২৯ অক্টোবর) দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

এই ম্যাচে দেখা যেতে পারে একাধিক পরিবর্তন—যেখানে একদিকে বিশ্রাম পেতে পারেন দুই পেসার, অন্যদিকে সুযোগ মিলতে পারে নতুন মুখের। প্রথম ম্যাচের ব্যর্থতার পর দলে ফিরতে পারেন শেখ মেহেদী ও শরিফুল ইসলাম, আর শামীম পাটোয়ারীর জায়গায় আসতে পারেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক। দলীয় কম্বিনেশনে এবার তিন স্পিনারের সঙ্গে দুই পেসার রাখার চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে, জয় দিয়ে সিরিজ শুরু করলেও ওয়েস্ট ইন্ডিজ শিবিরে তৃপ্তি নেই। ম্যাচ শেষে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানেই তারা কঠোর অনুশীলনে নেমেছে। একসময় টি-টোয়েন্টি ক্রিকেটে দাপট দেখানো ক্যারিবীয়রা এখনো নিজেদের ছন্দ খুঁজছে।

বাংলাদেশের জন্য এই ম্যাচটি বাঁচা-মরার লড়াই। ঘরের মাঠে টানা চারটি সিরিজ জয়ের পর এবার প্রথম ম্যাচেই হোঁচট খাওয়ায় চাপে লিটন-তাওহীদরা। ব্যাটিং সহায়ক উইকেটেও টপ ও মিডল অর্ডারের ব্যর্থতা কেটে উঠতে হবে দ্রুতই।

দ্বিতীয় টি-টোয়েন্টির জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ, লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলী, রিশাদ হোসেন, শেখ মেহেদী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ।

বিশ্রামে থাকতে পারেন, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ—টানা ম্যাচ খেলার ক্লান্তি কাটাতেই সম্ভবত আজ বিশ্রামে রাখা হবে এই দুই পেসারকে। সন্ধ্যায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। সিরিজে সমতা ফেরাতে মরিয়া টাইগাররা—আর ওয়েস্ট ইন্ডিজ চাইবে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪