| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হোয়াটসঅ্যাপ না খুলেই বার্তা পড়ুন, গোপন থাকবে ‍‍`ব্লু টিক

  • আপডেট টাইম: 29-10-2025 ইং
  • 74676 বার পঠিত
হোয়াটসঅ্যাপ না খুলেই বার্তা পড়ুন, গোপন থাকবে ‍‍`ব্লু টিক

রিপোর্টার্স২৪ ডেস্ক:প্রতিদিনের জীবনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বন্ধু, পরিবার কিংবা সহকর্মীদের সঙ্গে কথা বলতে এখন বেশিরভাগ মানুষই এই অ্যাপের ওপর নির্ভরশীল। তবে অনেক সময় এমন পরিস্থিতি আসে, যখন প্রেরকের পাঠানো বার্তা আপনি পড়ে ফেলতে চান, কিন্তু চান না তিনি সেটা জানুন। হোয়াটসঅ্যাপে বার্তা পড়লে যে নীল রঙের ‘ব্লু টিক’ দেখা যায়, সেটিই তখন বিপত্তির কারণ হয়ে দাঁড়ায়।

অনেকে সমাধান হিসেবে ‘রিড রিসিট’ বা ব্লু টিক অপশন বন্ধ রাখেন। কিন্তু তাতে আরেক বিপদ—কেউই জানতে পারেন না তাদের বার্তা পড়া হয়েছে কি না। প্রতিবার সেটিংস চালু-বন্ধ করাও ঝামেলার। তবে সুখবর হচ্ছে, একটি সহজ কৌশল ব্যবহার করে আপনি হোয়াটসঅ্যাপ না খুলেই যেকোনো বার্তা পড়ে ফেলতে পারেন—তাও ব্লু টিক না দেখিয়েই।

এর জন্য প্রয়োজন শুধু হোয়াটসঅ্যাপের একটি উইজেট। হোমস্ক্রিনে এই উইজেট যুক্ত করলেই নতুন আসা সব মেসেজ অ্যাপ না খুলেই দেখা যাবে।কীভাবে করবেন?

১. হোমস্ক্রিনে আঙুল কিছুক্ষণ চেপে ধরুন।

২. ‘উইজেটস’ মেনুতে গিয়ে হোয়াটসঅ্যাপের ৪ বাই ২ ফরম্যাটের উইজেট নির্বাচন করুন।

৩. সেটি হোমস্ক্রিনে যুক্ত করুন।এতে একটি ছোট জানালার মতো স্ক্রিন তৈরি হবে, যেখানে নতুন বার্তাগুলো দেখা যাবে। বার্তা বড় হলে স্ক্রল করেও পড়া যাবে—অ্যাপ খোলার দরকার নেই।

সবচেয়ে বড় সুবিধা হলো, বার্তা পড়লেও কোনো ব্লু টিক দেখা যাবে না। অর্থাৎ আপনি মেসেজ পড়ে ফেললেও প্রেরক তা জানতে পারবেন না।

যাঁরা ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে চান বা বারবার ব্লু টিক সেটিংস বদলাতে বিরক্ত, তাঁদের জন্য এটি নিঃসন্দেহে এক স্মার্ট ও কার্যকর সমাধান।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪