| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাউথ আফ্রিকার বিপক্ষে বড় জয়ে সিরিজে ফিরল পাকিস্তান

  • আপডেট টাইম: 31-10-2025 ইং
  • 59243 বার পঠিত
সাউথ আফ্রিকার বিপক্ষে বড় জয়ে সিরিজে ফিরল পাকিস্তান

রিপোর্টার্স২৪ ডেস্ক  : সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে হার দেখেছিল পাকিস্তান।



১-০তে পিছিয়ে দারুণ প্রত্যাবর্তন করেছে স্বাগতিক দল। লাহোরে দ্বিতীয় টি-টুয়েন্টিতে প্রোটিয়াদের বিপক্ষে ৯ উইকেটে জয় তুলে নিয়েছে সালমান আগার দল। তাতে ১-১ সমতায় ফিরেছে সিরিজ।


গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে সফরকারীদের আগে ব্যাটে পাঠায় পাকিস্তান। ১৯.২ ওভারে ১১০ রানে গুটিয়ে যায় সাউথ আফ্রিকা। জবাবে নেমে ৪১ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে স্বাগতিক দল।


আগে ব্যাটে নামা প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন ডেওয়াল্ড ব্রেভিস। এছাড়া ডোনোভান ফেরেইরা ১৫, ওটনিল ব্রেটম্যান ১২ এবং কোরবিন বোশ ১১ রান করেন। বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি।


পাকিস্তান বোলারদের মধ্যে ফাহিম আশরাফ ৪ উইকেট নেন। সালমান মির্জা ৩টি এবং নাসিম শাহ ২ উইকেট নেন। জবাবে নেমে উদ্বোধনী জুটিতে ৫৪ রান তোলে পাকিস্তান। ২৩ বলে ২৮ রান করে সাহিবজাদা ফারহান আউট হলে জুটি ভাঙে। পরে সাইম আইয়ুব ও বাবর আজম মিলে জয় নিশ্চিত করেন। সাইম ৬ চার ও ৫ ছক্কায় ৩৮ বলে ৭১ রান করেন। বাবর করেন ১৮ বলে ১১ রান।


প্রোটিয়াদের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন কোরবিন বোশ।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪