রিপোর্টার্স২৪ ডেস্ক : বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন নেতৃত্ব ঠিক করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত বিশেষ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, লিটন কুমার দাসকে আপৎকালীন টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হবে।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ও পরিচালক আব্দুর রাজ্জাক। বিসিবির একাধিক পরিচালক নিশ্চিত করেছেন, সভায় আলোচনার মূল বিষয় ছিল টেস্ট অধিনায়কের নির্বাচন। আলোচনার পর লিটনকে অধিনায়ক করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
প্রথম পছন্দ ছিলেন মুমিনুল হক, যিনি ২০১৯ সালে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার সময় নিউজিল্যান্ডে টেস্ট জিতেছিলেন। তবে মুমিনুল দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিতে রাজি হননি। নাজমুল হোসেন শান্তকে টেস্ট অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়নি।
অন্য সম্ভাব্য প্রার্থী মেহেদী হাসান মিরাজকে ওয়ানডেতে নেতৃত্বের সময় সমালোচনা ও অভিজ্ঞতার ঘাটতির কারণে টেস্ট অধিনায়ক করা হয়নি। এ কারণে বোর্ডের আস্থা ছিল লিটনের ওপর, যদিও তার ধারাবাহিকতা নিয়ে কিছু প্রশ্ন ছিল। একজন পরিচালক মন্তব্য করেছেন,
লিটন ধারাবাহিক হলে চিন্তা করতে হতো না। মাঝে মাঝে দলে থাকেন না, তবুও তার প্রতি আস্থা রাখা হলো।
নাজমুল আবেদীন জানান, বৃহস্পতিবারের সভায় শুধু টেস্ট অধিনায়ক নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। কোনো উপকমিটি গঠনের বা অন্য কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি আরও বলেন, ক্রিকেটারদের নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করি। সেখানে অন্য কোনো বিষয় ঘটেনি এবং বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপনের সুযোগ নেই।
আগে ক্রিকেট পরিচালনা বিভাগে একটি টেকনিক্যাল কমিটি ছিল, যা কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটার বাছাই, জাতীয় দল নির্বাচক প্যানেল, কোচিং প্যানেল ও সাপোর্ট স্টাফ নিয়োগের সুপারিশ করত। তবে বর্তমান সভায় তা নিয়ে কোনো আলোচনা হয়নি।
রিপোর্টার্স২৪/ঝুম