| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানের অনশনে রাশেদ খানের সমর্থন

  • আপডেট টাইম: 05-11-2025 ইং
  • 39737 বার পঠিত
তারেক রহমানের অনশনে রাশেদ খানের সমর্থন

রিপোর্টার্স২৪ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিনটি দলকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে এই তালিকায় নিজেদের দল ‘আমজনতার দল’ না থাকায় মঙ্গলবার থেকে নির্বাচন কমিশনের প্রধান ফটকের সামনে আমরণ অনশনে বসেছেন দলের সদস্যসচিব তারেক রহমান।

বুধবার তার অনশনের প্রতি সংহতি জানাতে যান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, “তারেক রহমান ভাই যে আন্দোলন করছে, এটি যৌক্তিক এবং তার দল ‘আমজনতার দল’কে অবশ্যই নিবন্ধন দিতে হবে।”

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে রাশেদ খান বলেন, “রাজপথের লড়াকু সৈনিক ভারতীয় আধিপত্যবিরোধী যিনি সবসময় রাজপথে লড়াই করেছেন—তারেক রহমান ভাই প্রায় ২০ ঘণ্টা ধরে অনশন করছেন। আমরা তার রাজপথে সংগ্রাম দেখেছি। এখনও তার দলের নিবন্ধন দেওয়া হলো না।”

তিনি আরও বলেন, “তিনটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। এর মধ্যে এনসিপি পেয়েছে, আমরা তাদের শুভেচ্ছা জানাই। তবে বাকি দুটি দল কিভাবে নিবন্ধন পেল, তা প্রশ্নের মুখে। নিবন্ধনের ক্ষেত্রে প্রথম শর্ত হওয়া উচিত রাজপথের সক্রিয়তা। কিন্তু এই সক্রিয়তা বিবেচনা না করে শুধু কমিটি প্রদানের মাধ্যমে কিছু দল নিবন্ধন পাচ্ছে, যা আমরা মানতে পারি না।”

রাশেদ খান দাবি করেন, “২৪ এর ডামি নির্বাচনের আগে বিএনএম, সুপ্রিম পার্টিসহ কিছু দল ডিজিএফআই’র নির্দেশনায় নিবন্ধন পেয়েছিল। আমরা অনুরোধ করেছি যে ভূঁইফোড় দলগুলোর নিবন্ধন বাতিল করতে, কিন্তু তা হয়নি। উল্টো গণ-অভ্যুত্থানের পরে রাজপথের সক্রিয় দলগুলোকে নিবন্ধন দেওয়া হয়নি।”

ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের গড়া বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেয়ার প্রসঙ্গে তিনি বলেন, “ডেসটিনি প্রায় ৪২ লাখ গ্রাহকের অর্থ আত্মসাৎ করেছিল। তারা রাজপথে কখনো সক্রিয় ছিল না। তবে তারেক রহমান, যিনি সর্বদা সংগ্রামে ছিলেন, তার দলকে নিবন্ধন দেওয়া হয়নি। এটি এক অসঙ্গতি।”

রাশেদ খান জানান, তিনি ব্যক্তিগতভাবে তারেক রহমানের আন্দোলনের প্রতি সংহতি জানাতে এখানে এসেছেন এবং প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলবেন। তিনি বলেন, “তারেক রহমান ভাই অসুস্থ হয়ে পড়েছেন। প্রায় ২০ ঘণ্টা ধরে এখানে রয়েছেন। মশার কামড় খেয়েছেন। একজন সংগ্রামী নেতা এইভাবে রাস্তায় থাকবেন আর কমিশনাররা কোনো মন্তব্য না করবে, সেটি হতে পারে না।”

তিনি আরও বলেন, “তারেক রহমান ভাই যে আন্দোলন করছেন, তা যৌক্তিক। তার দল ‘আমজনতার দল’-কে অবশ্যই নিবন্ধন দিতে হবে।”

উল্লেখ্য, মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, চূড়ান্ত পর্যালোচনার পরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) ও বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দাবি-আপত্তি চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে এবং তা নিষ্পত্তি হলে চূড়ান্ত নিবন্ধন প্রদান করা হবে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪