| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুলিশের বাধার মুখে জামায়াতসহ ৮ দলের গণমিছিল

  • আপডেট টাইম: 06-11-2025 ইং
  • 38330 বার পঠিত
পুলিশের বাধার মুখে জামায়াতসহ ৮ দলের গণমিছিল
ছবির ক্যাপশন: পুলিশের বাধার মুখে জামায়াতসহ ৮ দলের গণমিছিল

রিপোর্টার্স২৪ ডেস্ক: জুলাই সনদ বাস্তবায়নের আদেশ ও নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবিতে জামায়াতসহ ৮ রাজনৈতিক দল রাজধানীতে পদযাত্রা চালাচ্ছিল, কিন্তু পুলিশ বাধা দিয়ে তা বন্ধ করে দিয়েছে। ঘটনা ঘটে বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মৎস ভবন এলাকাতে।

এদিন সকালে শাপলা চত্বর থেকে মিছিল শুরু করে দলগুলো। পদযাত্রায় জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ৮ দলের নেতাকর্মীরা অংশ নেন। পদযাত্রা শেষে পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতারা পদযাত্রায় যোগ দিয়েছেন। পদযাত্রা শেষে প্রধান উপদেষ্টা বরাবর পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দেবে দলগুলো।

তাদের পাঁচ দফা দাবি হলো, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের ওপর নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে উভয়কক্ষে বা উচ্চকক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ‘ফ্যাসিস্ট’ সরকারের সব জুলুম–নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪