রিপোর্টার্স২৪ ডেস্ক : চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-পাঁচলাইশ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে। আজ শুক্রবার (৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম থেকে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, ‘এরশাদ উল্লাহ ভাই বুকের ডান পাশে ও পায়ে গুলিবিদ্ধ হয়েছিলেন। পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেন। এখন তিনি শঙ্কামুক্ত।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধবার (৫ নভেম্বর) শেষ বিকেলে চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকায় গণসংযোগ চলাকালে গুলিবিদ্ধ হন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। চালিতাতলী পূর্ব মসজিদের কাছে এই ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এরশাদ উল্লাহ। গণসংযোগের সময় ওই দিন একই ঘটনায় গুলিতে নিহত হন সরোয়ার হোসেন বাবলা, যিনি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন।
এ ঘটনায় আরও তিনজন গুলিবিদ্ধ হন- ইরফানুল হক শান্ত (৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক), আমিনুল হক ও মর্তুজা হক; তিনজনই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।
রিপোর্টার্স২৪/আয়েশা