| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এবার জাহানারার ইস্যুতে মুখ খুললেন মাশরাফি

  • আপডেট টাইম: 07-11-2025 ইং
  • 34269 বার পঠিত
এবার জাহানারার ইস্যুতে মুখ খুললেন মাশরাফি

রিপোর্টার্স২৪ ডেস্ক : নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগে উত্তাল দেশের ক্রিকেটাঙ্গন। জাতীয় দলের সবেক অধিনায়ক তামিম ইকবাল এক ফেসবুক পোস্টে জাহানারার অভিযোগ তদন্ত এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থার দাবি জানিয়েছেন। এবার এই ইস্যুতে মুখ খুললেন জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও।

শুক্রবার (৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাশরাফি লিখেছেন, বাংলাদেশের ক্রিকেট ও পুরো ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্বসহকারে দেখবে বলে আমি আশা করি। তদন্ত কমিটি যেন পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

পোস্টের শেষে ‘নিরাপদ ক্রীড়াঙ্গন’ গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গন যেন সবার জন্য নিরাপদ থাকে, এইটাই আমাদের প্রত্যাশা।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৬ নভেম্বর) একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন জাহানারা। এছাড়া নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদসহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে আঙুল তুলেছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যেই জানিয়েছে, অভিযোগের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। গঠন করা হবে তদন্ত কমিটিও। সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪