রিপোর্টার্স২৪ ডেস্ক: সদ্য সমাপ্ত নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স যদিও হতাশাজনক ছিল, মাত্র একটি জয় নিয়ে টাইগ্রেসরা আসর শেষ করলেও বোলাররা উজ্জ্বল ছিলেন। এই অসাধারণ বোলিংয়ের স্বীকৃতি হিসেবে আইসিসি বাংলাদেশের তিনটি ঘটনা সেরা বোলিং তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) আইসিসি নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ৩ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের তিনটি অসাধারণ বোলিং দেখানো হয়েছে। রাবেয়া খানের দুটি চমৎকার বোলিং এতে স্থান পেয়েছে, আর অপরটি পেসার মারুফা আক্তারের।
পাকিস্তানের বিপক্ষে ২ অক্টোবর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মারুফা আক্তারের দুর্দান্ত বোলিং বিশেষভাবে প্রশংসিত হয়েছে। লাসিথ মালিঙ্গা এবং মিতালি রাজরাও তাঁর বোলিংয়ের প্রশংসা করেছেন। ওই ম্যাচে মারুফা ইনিংসের পঞ্চম বলে পাকিস্তানি ওপেনার ওমাইমা সোহেলকে বোল্ড করেন। সোহেল ডিফেন্স করার চেষ্টা করলেও বোল্ড হয়ে অবাক হয়ে যান।
অন্যদিকে, রাবেয়া খানও দুইটি গুরুত্বপূর্ণ উইকেট নেন। নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কারকে সরাসরি অফস্টাম্পে আঘাত করে বোল্ড করেন। এছাড়া দক্ষিণ আফ্রিকার অ্যানেরি ডার্কসেনকেও বোল্ড করেন রাবেয়া। এই ম্যাচটি বাংলাদেশের ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বিশ্বকাপের গ্রুপ পর্বে বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হয়েছিল।
রিপোর্টার্স২৪/আয়েশা