| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাহানারার পাশে দাঁড়ালেন মুশফিক

  • আপডেট টাইম: 07-11-2025 ইং
  • 31098 বার পঠিত
জাহানারার পাশে দাঁড়ালেন মুশফিক

রিপোর্টার্স২৪ ডেস্ক:বাংলাদেশ ক্রিকেটে চলছে এক অশান্ত সময়। নারী দলের পেসার জাহানারা আলমের বিস্ফোরক অভিযোগে পুরো ক্রিকেট অঙ্গনেই নেমেছে ঝড়। যৌন হেনস্থা ও শারীরিক নির্যাতনের মতো গুরুতর অভিযোগের পর এবার মুখ খুলেছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মুশফিক লেখেন, 'সম্প্রতি আমাদের ক্রিকেট সম্প্রদায়ে ছড়িয়ে পড়া কিছু ভয়াবহ খবরের কথা জানতে পেরেছি। আমি যদিও ঘটনার দুই দিক বা পুরো সত্যটা জানি না, তবুও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই পৃথিবীতে কোনো ধরনের হয়রানির স্থান নেই, আপনি যেই হোন না কেন, আপনার লিঙ্গ বা অবস্থান যাই হোক না কেন।'তিনি আরও লেখেন, 'যদি অভিযোগগুলি প্রমাণিত হয়, তাহলে দোষীদের অবশ্যই যথাযথ শাস্তি ও জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। যারা এই কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, তাদের প্রতি আমার পূর্ণ সমর্থন ও সংহতি রইল। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান এবং ক্ষতিগ্রস্তদের শক্তি ও ধৈর্য দান করুন।'

এর আগে জাহানারার অভিযোগের পর তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এখনো পর্যন্ত বোর্ডের পক্ষ থেকে কোনো বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহানারা আলম নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, সাবেক নির্বাচক মনজুরুল ইসলাম, প্রয়াত কর্মকর্তা তৌহিদ মাহমুদসহ কয়েকজনের বিরুদ্ধে যৌন হেনস্থা ও মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন। তিনি জানান, বিশ্বকাপ চলাকালীন ও ক্যাম্পের সময় তাকে অশালীন আচরণের শিকার হতে হয়েছে। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় ক্লাব ক্রিকেট খেলছেন, সেখান থেকেই অভিযোগগুলো প্রকাশ্যে আনেন।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪