রিপোর্টার্স২৪ ডেস্ক: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এখনও বুকে হাত দিয়ে বলা যাচ্ছে না যে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।
সাইফুল হক বলেন, “নির্বাচন এখন একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। এই নেতিবাচক সংস্কৃতি থেকে জাতিকে উত্তরণ ঘটানো প্রয়োজন। বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে এখনও বুকে হাত দিয়ে বলতে পারছি না, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।”
তিনি রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে বলেন, “জনগণের অভিপ্রায় বলে রাজনৈতিক দলগুলো অনেক কিছু চাপিয়ে দেয়। কিন্তু প্রকৃত অর্থে জনগণের মতামত জানতে হলে তাদের কাছে যেতে হবে।”
সাইফুল হক আরও উল্লেখ করেন, ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়া অধিকাংশ রাজনৈতিক দল ভোটের দিন গণভোট আয়োজনের পক্ষেই একমত হয়েছে। তবে জামায়াত রাজপথে গিয়ে তাদের দাবি আদায়ে জবরদস্তি করার চেষ্টা করছে, যা জনগণের ইচ্ছা নয়।
তিনি মনে করেন, ফেব্রুয়ারিতেই গণভোট ও নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হলে দেশে আরেকটি গণ-অভ্যুত্থান থেকে ‘শেষ রক্ষা’ করার সুযোগ সৃষ্টি হবে।
রিপোর্টার্স২৪/আয়েশা