| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা-৯ আসনে এনসিপির মনোনয়ন নিলেন তাসনিম জারা

  • আপডেট টাইম: 11-11-2025 ইং
  • 21306 বার পঠিত
ঢাকা-৯ আসনে এনসিপির মনোনয়ন নিলেন তাসনিম জারা
ছবির ক্যাপশন: ঢাকা-৯ আসনে এনসিপির মনোনয়ন নিলেন তাসনিম জারা

রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপ্রত্যাশীদের আনাগোনা। ৬ নভেম্বর থেকে ফরম বিতরণ শুরুর পর থেকেই প্রতিদিনই সম্ভাব্য প্রার্থীদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে দলটির কেন্দ্রীয় কার্যালয়।

এই নির্বাচনে ঢাকা-৯ আসন (খিলগাঁও, মুগদা, সবুজবাগ ও মান্ডা) থেকে এনসিপির মনোনয়ন ফরম কিনেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। 

সোমবার (১১ নভেম্বর) মধ্যরাতে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের দেওয়া ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়। পোস্টে সারজিস আলম লিখেন, ডা. তাসনিম জারা ঢাকা-৯ (খিলগাঁও, মুগদা, সবুজবাগ, মান্ডা)।

ঢাকা-৯ আসন থেকে দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দলের কেন্দ্রীয় সংগঠক ও জেলা সমন্বয়ক নারায়ণগঞ্জ-৫ আসনের শওকত আলী এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম প্রধান সংগঠক ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মো. আতাউল্লাহ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (ঢাকা-১৮), যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ (হাতিয়া), দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪ (দেবীদ্বার), উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী), সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ঢাকা-১৪ (ঢাকা উত্তর সিটি ও সাভার উপজেলার একাংশ), যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার নরসিংদী-২ (সদরের একাংশ ও পলাশ), সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ঢাকা-৯ (খিলগাঁও-সবুজবাগ), যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) এবং জয়নাল আবেদীন শিশির কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, লালমাই) আসন থেকে নির্বাচন করবেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪