| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোনালদোর চোখ হাজারতম গোলের মাইলফলকে, মেসির টার্গেট রোনালদোকে ছোঁয়া

  • আপডেট টাইম: 11-11-2025 ইং
  • 21491 বার পঠিত
রোনালদোর চোখ হাজারতম গোলের মাইলফলকে, মেসির টার্গেট রোনালদোকে ছোঁয়া
ছবির ক্যাপশন: রোনালদোর চোখ হাজারতম গোলের মাইলফলকে, মেসির টার্গেট রোনালদোকে ছোঁয়া

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশ্ব ফুটবলের দুই কিংবদন্তি  ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। দুজনার প্রতিদ্বন্দ্বিতা যেন এক যুগের প্রতিচ্ছবি। মাঠে ট্রফি জয়ের লড়াইয়ের পাশাপাশি তারা এখনো মুখোমুখি লড়ছেন ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায়।

বর্তমানে ৪০ বছর বয়সী রোনালদো ও ৩৮ বছর বয়সী মেসি দুজনেই এখনো মাঠ কাঁপাচ্ছেন আগের মতোই। রোনালদো এখন পর্যন্ত ১,২৯৬ ম্যাচে করেছেন ৯৫৩ গোল, অন্যদিকে মেসির গোলসংখ্যা ১,১১৩ ম্যাচে ৮৯৪টি। ফলে রোনালদো এগিয়ে হাজারতম গোলের রেকর্ডের দোরগোড়ায়, আর মেসি ছুটছেন প্রতিদ্বন্দ্বীকে ছুঁয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে।

তবে পরিসংখ্যান বলছে, ম্যাচপ্রতি গোলের হারে এগিয়ে আছেন মেসি। রোনালদোর ম্যাচপ্রতি গড় ০.৭৫, আর মেসির ০.৭৯। আবার পেনাল্টি গোল বাদ দিলে মেসি সামান্য এগিয়ে।  তার নন-পেনাল্টি গোল ৭৮২টি, আর রোনালদোর ৭৭৩টি। পেনাল্টি থেকে রোনালদো গোল করেছেন ১৮০টি (২১৫ প্রচেষ্টায়), সাফল্যের হার ৮৩.৭%। মেসির রূপান্তর হার তুলনামূলক কম । ১৪৪ প্রচেষ্টায় ১১২ গোল, সফলতা ৭৭.৮%।

দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে দুজনেই একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়েও প্রেরণা হয়েছেন একে অপরের জন্য। মেসি–রোনালদোর এই অনন্য প্রতিযোগিতা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অধ্যায় হয়ে থাকবে। যেখানে একজন এগিয়ে আছেন রেকর্ডে, আর অন্যজন ছুটছেন সেটি ভাঙার পথে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪