রিপোর্টার্স২৪ ডেস্ক: ফুটবল বিশ্বের সুপারস্টার নেইমারের প্রতি ব্রাজিলীয়দের ভালোবাসা এতটাই গভীর, যে তার নাম ধরে রাখার হিড়িক ধরেছে পুরো দেশে। দেশের ২৭টি রাজ্যে প্রায় ২৪৪৩ জন মানুষ নাম রেখেছে নেইমার। অবাক করার বিষয়, এর মধ্যে ৫০ জনই নারী!
নেইমারের খ্যাতি বাড়ার সঙ্গে সঙ্গে নামের জনপ্রিয়তাও বেড়েছে। মিনাস গেরাইসের মানুষের মধ্যে সবচেয়ে বেশি নেইমার (৩৭২), এরপর সাও পাওলো (৩৪০), আমাজোনাস (২৩৯) এবং বাহিয়ায় (২৩২)।
তবে ব্রাজিলে নেইমার নাম এখনও সবচেয়ে জনপ্রিয় নয়। ব্রাজিলে হুয়ান রোমান রিকেলমে নামে মোট মানুষের সংখ্যা ২৫,৯৪২! নব্বইয়ের দশকের শুরুর দিকে এই নাম ছিল মাত্র ২২৮।
নামকরণের এই প্রবণতা ব্রাজিলীয় ফুটবল সংস্কৃতিরই এক দৃষ্টান্ত। প্রিয় খেলোয়াড়দের প্রতি ভালোবাসা সন্তানদের নামেও ফুটে উঠছে। কেউ বলছে, হয়তো নামের এই হিড়িক ব্রাজিলে নাম সংকট"ও তৈরি করতে পারে!
ফুটবলের দেশ ব্রাজিলের জন্য এটি শুধু ক্রীড়া নয়, বরং সংস্কৃতি। নেইমারের মতো তারকা খেলোয়াড়ের নামে সন্তানদের নাম রাখা তাদের জন্য হয়ে উঠেছে গর্বের বিষয়।
রিপোর্টার্স২৪/ঝুম